ব্যবসায়ী তুমি মস্ত মোমিন, ধার্মিক মনে-প্রাণে
যেখানেই থাকো আজান দিলেই মসজিদ শুধু টানে।
কপালে তোমার নামাজের দাগ, আতরের ঘ্রাণ গায়ে
সারাটি বছর পার করে দেবে একটি মাসের আয়ে।
রমজান মাস ঐ সমাগত, নাড়িতেছে দ্বারে কড়া
জেগে ওঠো সব ব্যবসায়ী ভাই, জাগো হে বসুন্ধরা!
ফুলিয়া-ফাঁপিয়া উঠিবে বলেই পবিত্র মাস আসে
যা কিছু করার সব করে নাও প্রিয় রমজান মাসে।
জ্বলজ্বল করে জ্বলে ওঠা চোখ পুরোপুরি রাখ খোলা
দাম বাড়ানোর জন্য রয়েছে পেঁয়াজ, বেসন, ছোলা।
হলুদ, রসুন, মরিচ রয়েছে, রয়েছে লবণ, আদা
বাড়াও বাড়াও দামটা বাড়াও, থাকিও না বসে, গাধা!
দাম বাড়ানোর জন্য রয়েছে ধনেপাতা, লেবু, শসা
এমন সুযোগ আসিবে বলেই এগারোটি মাস বসা!
টাকা কামানোর সুযোগ হেলায় ফেলিও না পায়ে ঠেলে
দুই-তিনগুণ দাম ধরে দাও চিনিতে, ভোজ্যতেলে।
পুণ্যভূমির খেজুরের দাম বাড়াও লাগামছাড়া
রমজানই হলো শ্রেষ্ঠ সময় দিতে হলে মাথাচাড়া।
দামটা বাড়ানো কোনো দোষ নয়, কেউ কি বলেছে চুরি?
বাড়াও বাড়াও বেগুনের দাম, সার দেয়া সাদা মুড়ি...
গরুর মাংস, খাসির মাংস, মুগ বা মসুর ডালে
দামটা বাড়িয়ে আমজনতাকে আটকিয়ে ফেল জালে।
আটকিয়ে ফেল, আটকিয়ে ফেল কঠিন সিন্ডিকেটে
না কিনে মানুষ যাবে কোনখানে? পাথর বাঁধবে পেটে?
রমজানে জাগো ব্যবসায়ী ভাই, জাগো জাগো জাগো জাগো
অনেক সময় ঘুমিয়ে থেকেছ, আর ঘুম দিও না গো!
এগারোটি মাস! অনেক সময় দিয়েছ দ্বীনের পথে
অনেক সময় পার হয়ে গেছে ইবাদতে ইবাদতে!
এসো এসো এসো ব্যবসায়ী ভাই এসো হে ত্যাগের মাসে
ব্যাগ ভরে টাকা বাড়ি নিয়ে যাও ক্রেতার নাভিশ্বাসে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন