মার্কা উনার সিংগ

২২১০ পঠিত ... ১১:৩২, ডিসেম্বর ১৪, ২০১৮

: হাতে কী?

- পুটলা।

: লইয়া কই ছুটলা? :

- যামো হামি বগড়া।

: বউয়ের লগে ঝগড়া?

- ছি ছি কীসব কচ্ছ!

মনডা কর স্বচ্ছ।

: বগড়া ক্যান তাইলে?

ঐখানে কী পাইলে?

- হে হে ভুটের টাইম না!

ভুট না দিলে ক্রাইম না!

: হ হ রে ভাই, তাইতো!

- রাস্তা ছাড়, যাই তো!

: লাভ কী দিয়া ভুটটা!

সবাই তো চুর-চুট্টা।

- হ, তোমারে কইছে!

দিনের বদল হইছে।

চুররা জেলের ভিত্রে

হইব এবার জিত রে!

সরো তো! দেই রওনা

: ভুট কারে দ্যাও? কও না!

- মার্কা উনার সিংগ

উনিই আসল কিং গো!

বাকিরা সব তুচ্ছ।

হিরো আলম, বুচ্ছ?

: হিরোর মাথায় ছিট না!

- কী কও? খাবা পিটনা।

: এই, তুমি না ঢাকার ভুটার! বগড়া ক্যান যাইচ্ছ?

শুকনা কিছু খাইচ্ছ?

২২১০ পঠিত ... ১১:৩২, ডিসেম্বর ১৪, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top