আমার কিছু কয়লা ছিলো

১০২৮ পঠিত ... ১৪:২০, জুলাই ২৭, ২০১৮

আমার কিছু কয়লা ছিলো

কয়লাগুলো ময়লা ছিলো

ময়লা ধুতে গেলাম ধোপার বাড়ি।

ধোপার ছিলো চারটি গাধা

তিনটা কালো একটা শাদা

একটা গাধার কী নূরানী দাঁড়ি!

 

উঠলো হেসে বসুন্ধরা

তিনটা গাধা চশমা পরা

চারটে গাধাই দারূণ ম্যাজিক জানে--

কয়লাগুলো ধোয়ার তরে

ওরা কী সব কাণ্ড করে

আমি অধম বুঝি না তার মানে!

 

কয়লাগুলো কালো ছিলো

ধোপাটা খুব ভালো ছিলো

কিন্তু ধোপা দেয় না ডেলিভারি!

ভাগ্য দোষে খেলাম ধরা

অবশেষ কী আর করা

কপাল ঠুকে করছি আহাজারি।

 

বললো ধোপা--শোনো গো দাদা

অবাক কাণ্ড! চারটে গাধা

কয়লা ধোবার ভান করেছে নিতি!

(চারটে গাধাই কয়লা খেকো!

সজাগ থেকো সজাগ থেকো

নইলে তোমার কয়লা হবে 'স্মৃতি'।)

১০২৮ পঠিত ... ১৪:২০, জুলাই ২৭, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top