কতিপয় বনসাই বাঁধিয়াছে জোট!

৬১১ পঠিত ... ০৫:১৬, ডিসেম্বর ০৬, ২০১৭

 

কতিপয় বনসাই বাঁধিয়াছে জোট
অর্থাৎ আসিতেছে আসিতেছে ভোট।
বায়ুমন্ডলে ওড়ে কড়কড়ে নোট
আসিতেছে আসিতেছে আসিতেছে ভোট...

রাজনীতি মাঠে ওরা নিছক টোকাই।
নীতি হলো--''শেষ কথা বলে কিছু নাই,
আয় আয় তুতু বলে ডাক পেলে যাই
সামান্য যাহা পাই খুঁটে খুঁটে খাই
এই দল ওই দল সেই দল ঘুরে,
তৎপর থাকি সদা রাজনীতি ট্যুরে।
এই ট্যুর চলমান নাহি তার শেষ।''
বাজা রে তালিয়া বাজা বেশ বেশ বেশ।

ভাগ করে খেতে জানি হালুয়া ও রুটি
আর তাই ক্ষমতার পিছে পিছে ছুটি।
ছড়িয়ে ছিটিয়ে দিলে ধান-চাল-ভাত
দল বেঁধে খেতে যাই, পেতে রাখি হাত।
সেই হাতে গুঁজে দিলে কিছু নজরানা
গণতন্ত্রের তরে কেঁদে ফানা ফানা...
ভাগে পাই ক্ষমতার আঙ্গুর-লিচু,
উজবুক জনগণ থাকে পিছু পিছু।

(পাবলিকে দেয় যদি খামোখা ধোলাই
রেল লাইন ধরে ছুটে পালাই পালাই...)

৬১১ পঠিত ... ০৫:১৬, ডিসেম্বর ০৬, ২০১৭

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top