দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবচেয়ে বড় সাফল্যের দেখা পেয়েছেন, গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনাকে। তবে বাস্তবের শেখ হাসিনা নয়, পর্দার শেখ হাসিনা গ্রেফতার হয়েছেন। বলা হচ্ছে; ছাত্র হত্যার দায়ে করা একটি মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বাস্তবের শেখ হাসিনাকে বাদ দিয়ে পর্দার সংস্করণকে ধরার কারণ জানতে চাইলে, এক কাল্পনিক সাক্ষাৎকারে সরকারের একজন মুখপাত্র বলেন, বাস্তবের শেখ হাসিনা নাগালের বাইরে থাকলেও, অন্তত তার সিনেম্যাটিক সংস্করণ তো হাতের নাগালে! আমরা ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধ। তাই নুসরাত ফারিয়ার গ্রেফতার আমাদের ‘নাটকীয় জাস্টিস ডেলিভারির’ মাইলফলক। সিনেমা পরিচালকদের কাছে আহ্বান জানাই—এখনও যেসব আওয়ামী নেতারা বিদেশে পলাতক কিংবা দেশে থেকেও ধরা পড়েননি, তাদের নিয়েও সিনেমা বানান, যাতে আমরা আসলজনকে ধরতে না পারলেও সিনেম্যাটিক ভার্সনটিকে শাহীন হয়ে নটীর পোলাকে ধরার মতো ধরে ফেলতে পারি।
বিষয়টিতে শেখ হাসিনা সরাসরি কিছু না বললেও, Sheikh Hasina নামের একটি ফেক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ops বেঁচে গেলাম। সঙ্গে ছিল কিংবদন্তি জসিমের মিম।