ডিবি অফিস থেকে বাড়ছে ডিমের চাহিদা, সামাল দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা

৯২ পঠিত ... ১৬:৩২, আগস্ট ২৭, ২০২৪

23

হুট করেই ডিবি অফিস থেকে বাড়তে শুরু করেছে ডিমের চাহিদা, প্রতিদিনই প্রায় কয়েক হাজার করে ডিম প্রয়োজন হচ্ছে তাদের স্থানীয় বিভিন্ন অফিসে। প্রথমদিকে সামাল দিতে পারলেও এখন ডিম সাপ্লাইয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ডিম ব্যবসায়ীদের। গত কয়েক সপ্তাহে হাজার হাজার আওয়ামী নেতাকর্মীদের আটক এবং রিমান্ডে নেওয়ার কারণে এত ডিম লাগছে বলে কেউ কেউ ধারণা করলেও ডিবি অফিস থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে বিশেষ-অজ্ঞরা বিষয়টি নিয়ে দিয়েছেন ভিন্নমত, তাদের দাবি জুলাইয়ের আন্দোলনে ডিবি অফিসারদের শরীরের উপর দিয়ে বেশ ধকল গিয়েছে। সে ধকল কাটাতে এবং পুষ্টির চাহিদা পুরণে তারা নিয়মিত ডিম খাচ্ছেন, এবং সুস্থ থাকতে একজন মানুষ ডিম খেতেই পারে বিষয়টি নিয়ে এত হইচই করার কিছু নেই।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গিয়েছে বিএনপি নেতা-কর্মীদেরও, যাদের কেউ কেউ কিছুদিন আগেও রিমান্ডে ছিলেন। এমনই গর্ত থেকে বের হয়ে আসা এক কর্মী আমাদের বলেন, এবার খেলা হবে। সারাজীবন আমাদের ডিম খাইয়ে এসেছেন এবার আপনাদের পালা। অফিসার ভাইদের প্রতি দাবি থাকবে আমাদের আওয়ামী ভাইদের যেন বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ হাঁসের ডিম খাওয়ানো হয়।

৯২ পঠিত ... ১৬:৩২, আগস্ট ২৭, ২০২৪

Top