এই জোকগুলো না বুঝলে আপনি কখনও আমেরিকার ভিসা পাবেন না

২৪৫৪ পঠিত ... ১৬:১৫, মে ২৫, ২০২৩

joke-america-visa

১#

আফনান: আমি তো আমেরিকা যাচ্ছি। বল, তোর জন্য কী আনব?

সবুজ: এক মুঠো মাটি আনিস।

আফনান: সে কী! কেন?

সবুজ: ওই মাটির ওপর পা রেখে আমি বলব, আমিও আফনানের মতো আমেরিকার মাটিতে পা রেখেছি।

২#

জাপানের প্রধানমন্ত্রি একটা মিটিং এর জন্য আমেরিকা যাচ্ছেন। কিন্তু সমস্যা হলো, তিনি ইংরেজি একদমই জানেন না। তাকে জাপানের ট্রান্সলেটর শিখিয়ে দিলেন, ‘আপনি যেয়েই ওবামাকে জিজ্ঞেস করবেন, “How are you?” তিনি উত্তর দেবেন, “I am fine, how are you?” তখন আপনি বলবেন, “Me too!”

জাপানের প্রধানমন্ত্রি আমেরিকা গেলেন, কিন্তু তিনি ওবামাকে How are you না বলে ভুলে বলে বসলেন, ‘Who are you?’

ওবামা মজা মনে করে, নিজেও মজা করে উত্তর দিলেন, ‘I am Michelle's husband.’

জাপানের প্রধানমন্ত্রি: Me too!

৩#

এক মার্কিন নাগরিক হোয়াইট হাউসে ফোন করেছে…

অপারেটর: ইয়েস, হোয়াইট হাউস থেকে বলছি। বলুন কী বলতে চান।

 নাগরিক: আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চাই!

অপারেটর: তুমি কী একটা উজবুক নাকি?

নাগরিক: মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য এমন হওয়া কি বাধ্যতামূলক?

৪#

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ লং ড্রাইভে বেরিয়েছেন। কিছুদূর যাওয়ার পর দুর্ঘটনাবশত একটি গাধা তার গাড়ির নিচে চাপা পড়ে মারা গেল। বুশ ড্রাইভারকে বললেন, ‘এই নাও ১০০ ডলার, গাধার মালিককে ক্ষতিপূরণ বাবদ দিয়ে এসো।‘

কিছুক্ষণ পর ড্রাইভার ফিরে এসে হাসতে হাসতে বলল, ‘এই নেন স্যার ১৫০ ডলার।‘

বুশ: ১৫০ ডলার পেলে কোথায়?

ড্রাইভার: স্যার, গাধার মালিক খুশি হয়ে আমাকে ৫০ ডলার দিয়েছে।

বুশ: কেন? তুমি কী বলেছো?

ড্রাইভার: কিছুই না। শুধু বলেছি, আমি বুশের ড্রাইভার, গাধাটা কিছুক্ষণ আগে মারা গেছে!

৫#

নানা কারণে বুশের ওপর ত্যক্তবিরক্ত এই মার্কিন বুড়ো গেছেন পানশালায়, গলা ভেজাতে। এমন সময় টিভিতে বুশের ভাষণ দেখানো শুরু হলো। বুড়ো চটে গিয়ে বলে উঠলেন, ‘আবার সেই গাধার কথা শুনতে হবে!’

এই কথা শুনে পানশালার রক্ষী রীতিমতো চটে গেলেন। বুশকে গাধার সঙ্গে তুলনা! দিলেন বেদম মার। মার খেয়ে ওই বুড়ো কাঁদো কাঁদো গলায় রক্ষীর কাছে জানতে চাইলেন, ‘ভাই, তুমি বুঝি বুশের খুব ভক্ত?’ নির্লিপ্ত কণ্ঠের জবাব এলো, ‘না, আমি গাধার ভক্ত।‘

২৪৫৪ পঠিত ... ১৬:১৫, মে ২৫, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top