বৃষ্টিরসিকদের জন্য বৃষ্টিদিনের ১৩টি কৌতুক

১০৬৯৭ পঠিত ... ১৭:৩৮, এপ্রিল ০৯, ২০১৯

 

১# 
বৃষ্টির দিনে দুজন লোক মুখোমুখি এমন এক ইট বিছানো রাস্তায়, যেখানে একসঙ্গে একজনের বেশি হাটা যায় না। দুইজনের মধ্যে কে কাদায় নেমে পথ ছেড়ে দেবে এই নিয়ে দ্বিধা।

১ম জন: আপনি পথ ছাড়ুন। নইলে ঐদিন যা করেছি আজও কিন্তু তেমন করবো!

২য় ব্যক্তি ভয়ে রাস্তা থেকে কাঁদায় নেমে পথ ছেড়ে দিলো।

১ম ব্যক্তি পার হয়ে চলে গেলে দূর থেকে ২য় ব্যক্তি জানতে চাইলো, ‘ভাই, ঐদিন কী করেছিলেন?’

১ম ব্যক্তি: আজ আপনি যেটা করলেন।   

 


২# 

‘মেজাজ খারাপ হয় না বলেন!’- টুরিস্ট বললো, ‘এক সপ্তাহ ধরে হোটেলে আঁটকে আছি। বৃষ্টি পড়ছে তো পড়ছেই। এখানে গ্রীষ্মকাল কবে?'

‘বলা কঠিন’- এক স্থানীয় ব্যক্তি বললো, 'গতবছর ছিলো মঙ্গলবার।'

 

 

৩#
এক বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছে-

মালিক: রহিমা বাগানে পানি দিতে যা।

রহিমঃ হুজুর আজকে তো বৃষ্টি হচ্ছে।

মালিকঃ বৃষ্টি হলে ছাতা নিয়ে যা।

 

 

৪# 
একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছিল। আবহাওয়া খারাপ। প্রচুর মেঘ দেখে পাইলট কিছু বুঝতে পারছিল না। হেলিকপ্টারের পাইলট হঠাৎ দেখে, একটা উঁচু বিল্ডিং তার দিকে ছুটে আসছে।

সেই বিল্ডিংয়ের ওপর কিছু লোক। সে দ্রুত একটা কাগজে বড় বড় করে লিখল—

‘কোথায় আমি?’

লোকগুলোও দ্রুত একটা কাগজে বড় বড় করে কিছু লিখল, তারপর তাকে দেখাল সেখানে লেখা—

‘তুমি হেলিকপ্টারে।’

 

 

৫# 
এক পরিচালক গেছে মরুভূমিতে একটা সিনেমা বানাতে। তারা যখন শুটিং করছিল সেখানে এক স্থানীয় বৃদ্ধ এসে দেখছিল তাদের শুটিং। একসময় সে বলল, ‘কাল বৃষ্টি হবে।’

স্থানীয় বৃদ্ধের কথায় তারা গুরুত্ব দিল না। ওরা পরদিন শুটিং করতে এসে তুমুল বৃষ্টির মধ্যে পড়ল এবং শুটিং বাদ হয়ে গেল। এরপর সেই বৃদ্ধকে আবার দেখা গেল। সে বলল, ‘কাল ঝড় হবে।’

সেদিনও তার কথামতো ঝড় হলো। তখন ডিরেক্টর চিন্তা করল, আরে এই বৃদ্ধ তো আসলেই একটা কিছু। তারা কিছুদিন পর বৃদ্ধের কাছে গিয়ে বলল

—আচ্ছা আমরা আগামী পরশু কি শুটিং শুরু করতে পারব?

—জানি না।

—কেন আপনি না আবহাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারেন?

—(দীর্ঘশ্বাস) আমার রেডিওটা নষ্ট!

 

 

৬#

টিপটিপ বৃষ্টির দিন। হুড তোলা রিকশা টিনটিন বেলের শব্দে ছুটে চলেছে গন্তব্যহীন। হঠাৎ করেই রিকশাওয়ালা গতি কমিয়ে দিল। রিকশায় থাকা যুবক অবাক হয়ে বলল, মামা, এতো আস্তে চালাচ্ছেন কেন?

রিকশাওয়ালার খুব ইচ্ছে করছিল পেছন ফিরে তাকায়। কিন্তু সে পথের দিকে দৃষ্টি রেখেই বলল, আফা যে একটু আগে বলল, আস্তে... আস্তে...

 

 

৭# 
— বাইরে বৃষ্টি হচ্ছে?

— কখনো শুনেছ  ঘরের ভেতরে বৃষ্টি হতে?

 

 

৮# 
গ্রামের চৌচালা ঘর। বন্ধুরা মিলে তাস খেলছে। একজন উঠে বলল, এক মিনিট, ছোট কাজটি সেরে আসি।

সে ফিরে এলে দেখা গেল, তার জামা প্যান্টে পানির ছাট লেগে আছে।

সবাই  কৌতূহলী হয়ে জানতে চাইল, কিরে! বাইরে বৃষ্টি হয় নাকি?

ছেলেটি বলল, না, তবে প্রচণ্ড বাতাস।

 

 

৯# 
: কী রে টুনু, তুই দিনকে দিন শুকিয়ে যাচ্ছিস কেন?

: চিন্তা কোরো না আম্মু, বৃষ্টি হলেই আবার ভিজে যাব।

 

 

১০# 
শিক্ষকঃ কী ব্যাপার! তুমি গতকাল স্কুলে আসনি কেন?

 ছাত্রঃ বৃষ্টির জন্য আসতে পারিনি।

 শিক্ষকঃ বৃষ্টি, বলো কী? আরে একে তো শীতকাল তার উপর গতকাল বৃষ্টি হলে তো আমরাও টের পেতাম!

 ছাত্রঃ টের পাবেন ক্যামনে স্যার! এই বৃষ্টি তো সেই বৃষ্টি নয়। বৃষ্টি হচ্ছে আমার খালাতো বোন। ঈদের ছুটিতে বেড়াতে এসেছে। তাই ওকে ফেলে স্কুলে আসা হয়নি।

 

 

১১#

'একজন ব্যাংকার হচ্ছে সেই ব্যক্তি যে রৌদ্রজ্জ্বল দিনে আপনাকে ছাতা ধার দেয়, আর বৃষ্টি নামামাত্র সেটি ফেরত চায়।'

—-মার্ক টোয়াইন

 

  

১২# 
কর্মচারী: স্যার বাইরে বৃষ্টিতে শহর ডুবে গেছে। আজ অফিসে আসা সম্ভব না।

বস: আপনিই তো জব এপ্লিকেশনে লিখেছিলেন সাঁতার কাটা আপনার শখ! ১০টার মধ্যেই চলে আসবেন।

 

 

১৩# 

এক বৃষ্টির দিনে নাসিরুদ্দিন হোজ্জা জানালার পাশে বসে ছিলেন। তিনি একজনকে বৃষ্টি থেকে বাঁচতে দ্রুত দৌড়ে যেতে দেখলেন। হোজ্জা তাকে থামিয়ে বললেন, বৃষ্টি আল্লাহর অশেষ মেহেরবানি। এক ফোঁটা বৃষ্টির পানিও আল্লাহর নিয়ামত। সেই নিয়ামত এভাবে এড়িয়ে যাওয়া উচিত নয়।

হোজ্জার কথা শুনে লোকটি লজ্জিত হয়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে রওনা হলো। এর কয়েকদিন পর আবার বৃষ্টি নামল। তুমুল বৃষ্টি। এবার দৃশ্যপট উল্টো। লোকটি জানালা দিয়ে দেখল, হোজ্জা বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে দৌড়ে যাচ্ছে। 

লোকটি হোজ্জাকে ডেকে বলল, আরে তুমিই তো সেদিন বললে, বৃষ্টি খোদার নিয়ামত। আজ সেই নিয়ামত ফেলে তুমিই পালিয়ে যাচ্ছ?

হোজ্জা কিন্তু লোকটির কথায় থামল না। বরং দৌড়াতে দৌড়াতেই বলল, হ্যাঁ, আমি এখনও তাই বলছি। খোদার সেই নিয়ামত কি পা দিয়ে মাড়ানো উচিত? এ জন্যই তো দ্রুত বাড়ি যাচ্ছি।

১০৬৯৭ পঠিত ... ১৭:৩৮, এপ্রিল ০৯, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top