গাড়ি থেকে বাড়ি

১৭৮ পঠিত ... ১৬:১৪, মে ০৯, ২০২৩

Gari-holo-bari

তথাকথিত স্থায়ী বাড়িঘরের ধারণার বাইরে গিয়ে রিক্রিয়েশনাল ভেহিকেল কিংবা সংক্ষেপে আরভিতে করে মাসের পর মাস ঘুরে বেড়ানোর ধারণা পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনেক আগে থেকেই বেশ জনপ্রিয়। অনেকে শখের বসে বছরের খানিকটা সময় এভাবে ঘুরতে পছন্দ করলেও অনেকে আবার স্থায়ীভাবেই এমন জীবনযাপনকে বেছে নেন। ঠিক এমনটাই করেছিলেন যুক্তরাষ্ট্রের দম্পতি রবি এবং প্রিসিলা। তবে তারা অন্যদের মতো টাকা জমিয়ে আরভি না কিনে রবির স্কুলবাসটিকে নিজেরা মিলে পুরোদস্তুর একটি মোবাইল হোম বানিয়ে ফেলেছিলেন মোটামুটি দুইবছরের চেষ্টায়।  

২০১৭ সালে তারা মোবাইল হোম বানানোর এই কাজটি শুরু করেন এবং পুরো দুইবছর পরে ২০১৯ সাল নাগাদ কাজ শেষ হয় এই প্রজেক্টের। মোবাইল হোম তৈরির ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য ছিলো এটিকে অন্য আরভির মতো নয়, যথাসম্ভব স্থায়ী বাসার মতো রূপ দেওয়া যায়। ইনস্টাগ্রামে এই দম্পতির গোয়িং বাউন্ডলেস নামের একটি অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে তারা বেশ জনপ্রিয়। নিজেদের বিড়াল মিস্টার বিবলসকে নিয়ে এই মোবাইল হোমে করে তারা মোটামুটি ১৩৭টা আলাদা শহরে ঘুরে ফেলেছেন।

৭ফুট বাই ৩০ফুটের এই মোবাইল হোমটিতে একটি সাধারণ স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো অ্যাটাচড কিচেন, বাথরুম এবং বেডরুমসহ সব ব্যবস্থাই রয়েছে। কোভিডের জন্য মাঝখানে তাদের এই নোম্যাডিক লাইফস্টাইল কিছুদিনের জন্য বন্ধ থাকলেও তারা কোভিডের পর আবার যাত্রা শুরু করেছেন। এবং এই দম্পতির আশা অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এবং কানাডার বাইরে বিশ্বব্যাপী তাদের এই যাত্রা চালিয়ে যাওয়া।

 

১৭৮ পঠিত ... ১৬:১৪, মে ০৯, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top