ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে ১৮+ ফ্যাক্ট আপনি নাও জানতে পারেন

১৮৩৫ পঠিত ... ১৫:৩৮, নভেম্বর ০৫, ২০২০

চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। কিছুদিনের মধ্যেই ট্রাম্পকে হটিয়ে হয়তো প্রেসিডেন্ট আসনে বসবেন জো। তাই বলে কি আমরা 'আনপপুলার প্রেসিডেন্ট' তকমাধারী ট্রাম্পকে ভুলে যাবো? তাই আমাদের আজকের আয়োজন আমেরিকার সবচেয়ে বিতর্কিত ও সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। চলুন জেনে আসি তার জীবনের কিছু অজানা কিছু তথ্য।

১# ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় টিভি শো 'The apprentice' হোস্টিং করতেন। যা স্থায়ী হয়েছিলো ১৫টি সিজন ও ১৯২টি এপিসোড পর্যন্ত। তিনি এই শো থেকে বড়সড় পরিমাণ টাকা উপার্জন করেছেন।

২# ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী সংখ্যা বর্তমান-সাবেক মিলিয়ে মোট তিনজন।
• ইভানা ট্রাম্প (১৯৭৭-১৯৯২)
• মার্লা ম্যাপলস (১৯৯৩-১৯৯৯)
• মেলানিয়া ট্রাম্প (২০০৫- বর্তমান)

১৯৯৬ সালে একজন পুলিশ অফিসার মার্লা ম্যাপলস ও ট্রাম্পের এক দেহরক্ষীকে ভোর চারটায় এক নির্জন দ্বীপে খুঁজে পান। ট্রাম্প এবং মার্লা উভয়ই একে প্রেমের সম্পর্ক হিসেবে অস্বীকৃতি জানালেও তাঁদের সম্পর্কে ফাটল নেমে আসে, এবং দ্রুতই ডিভোর্স হয়ে যায়৷

৩# ব্যক্তিজীবনে ট্রাম্প WWE (World Wrestling Entertainment) এর ভক্ত। ২০০৭ সালে ডোনাল্ড ট্রাম্প WWE এর 'wrestlemania 23' এ অতিথি হিসেবে আবির্ভাব হন। সেখানে তিনি ৮৫,০০০ লোকের সামনে 'Battle of Billionaire' এ WWE এর CEO ভিন্স ম্যাকমাহনকে হারিয়ে দেন।

৪# ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাতে চার ঘন্টা ঘুমান। (বোঝা যাচ্ছে, রাতে কম ঘুমালে বুদ্ধিবৃত্তিক সংকট দেখা দিতে পারে...)

৫# ১৯৭৩ সালে ট্রাম্প তার পারিবারিক কোম্পানির নাম Elizabeth Trump & Son Co. থেকে 'The trump Organisation' রাখেন৷

৬# ডোনাল্ড ট্রাম্পকে ১৯৫৯ সালে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয়, যাতে তিনি উচ্ছৃঙ্খল জীবন থেকে বের হয়ে আসতে পারেন। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। সেখানে কিছুদিন থেকেই তিনি ফেরত আসেন।

৭# ডোনাল্ড ট্রাম্পের দাদা ফ্রেডরিক ট্রাম্প ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মহামারীতে মারা যান। তখনই ১৫ বছর বয়সে সংসার এবং মায়ের দায়িত্ব ঘাড়ে নিয়ে এস্টেট ব্যবসায় মন দেন ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প।

৮# ডোনাল্ড ট্রাম্পের জার্ম ফোবিয়া থাকায় তিনি হ্যান্ডশেকিং এড়িয়ে চলেন (Germaphobe) এমনকি তিনি হ্যান্ডশেকিংকে 'অসভ্য' হিসেবেও বর্ণনা করেছেন।

৯# মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইবোনের সংখ্যা চারজন। এরমধ্যে ফ্রেড ট্রাম্প জুনিয়র ১৯৮১ সালে মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। হার্ট অ্যাটাকে মারা গেলেও রিপোর্টে বলা হয়েছে অতিরিক্ত অ্যালকোহল সেবন এর পেছনে দায়ী।
ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাইয়ের মৃত্যু হতে শিক্ষা নিয়েছেন। এক ইন্টারভিউয়ে তিনি বলেছেন, কখনোই তিনি অ্যালকোহল স্পর্শ করেন না এবং তিনি এ নিয়ে গর্বিত। ডায়েট কোক বা ডায়েট পেপসি তার প্রিয় পানীয়।

১০# আমেরিকার প্রেসিডেন্টের ইতিহাসে সবচেয়ে লম্বা ছিলেন আব্রাহাম লিংকন। তার উচ্চতা ছিল 6 ফুট 4 ইঞ্চি। আরেকটু হলেই ট্রাম্প হতেন সবচেয়ে লম্বা প্রেসিডেন্ট, ট্রাম্পের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি।

১১# ডোনাল্ড ট্রাম্পের প্রিয় অভিনেতা জ্যাক নিকলসন। বায়োপিকে কিন্তু বেশ মানাবে!

১২# ১৯৮৯ সালে কমেডি-ফ্যান্টাসি ফিল্ম 'Ghost can't do it' এ অভিনয়ের জন্য 'Razzie awards' ডোনাল্ড ট্রাম্পকে 'Worst supporting actor' হিসেবে ঘোষণা দেয়। জেনে রাখা ভালো, 'Razzie awards' বা 'The golden Raspberry awards' সিনেমাভিত্তিক একটি প্যারোডি শো যা অস্কারের বিপরীত মানে সবচেয়ে বাজে পারফরম্যান্সগুলোকে পুরস্কার দেয়।

১৩# ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু টিভি সিরিজ ও সিনেমায় গেস্ট এপিয়ারেন্স করেছেন। এর মধ্যে আছে জুল্যান্ডার, সেক্স এন্ড দ্য সিটি, হোম এলোন টু।

১৪# ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার সংখ্যা ৩ হাজারের বেশি। এবং মামলাকারীরা বেশিরভাগই হলেন তাঁর ব্যবসায়িক অংশীদার, কর্মচারী, ঠিকাদার এবং বিভিন্ন ব্যাংক।

১৫# ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো তার চুল। তিনি একবার এক ইন্টারভিউ দিতে বলেন, "আমাকে একজন বলেছেন, আপনি আমার দেখা সবচেয়ে বিশ্রী উইগটি পরিধান করেন।'
উইগ বা পরচুলা মনে হলেও এটিই তাঁর আসল চুল। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কাছ থেকে চুল কাটেন।

১৬# অনেক সমালোচনাকারীর মতে, পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী না হলে ট্রাম্প তেমন কিছুই করতে পারতেন না। জেনে রাখা ভালো, ২৭ বছর বয়সের মাঝেই ট্রাম্পের মালিকানাধীন আপার্টমেন্টের সংখ্যা ছিলো ১০,০০০।
সত্তরের দশক হতে ২০ জনের বেশি নারী ডোনাল্ড ট্রাম্পকে যৌন দুর্ব্যবহারের জন্য অভিযুক্ত করেছেন। বিনিময়ে ডোনাল্ড তাদের সমস্ত দাবি অস্বীকার করে সবাইকেই মিথ্যাবাদী বলেছেন।

১৭# প্রায় সময়ই ডোনাল্ড ট্রাম্পকে তার ছোট হাতের জন্য অপমান করা হয়েছে। একটি রাজনৈতিক বিতর্কে মার্কিন সিনেটর মার্কো রুবিও ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'ডোনাল্ড সবসময় আমাকে 'ছোট মার্কো' বলে ডাকে। ডোনাল্ড আমার চেয়ে লম্বা, তিনি ৬ ফুট ২ ইঞ্চির মত, তাও আমি বুঝি না কেন তার হাতগুলি ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার মানুষের হাতের সমান' (মার্কো রুবিওর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি)।
ডোনাল্ড জবাব দিয়েছিলেন, 'আমি ৬'২ নই, আমি ৬'৩।' এবং হাতগুলো দেখিয়ে বলেছিলেন 'they are not small, are they?'

১৮# ডোনাল্ড ট্রাম্প প্রথম মার্কিন বিলিয়নিয়ার প্রেসিডেন্ট। নভেম্বর ২০২০ সাল পর্যন্ত তার সম্পত্তির পরিমাণ ২.৫ বিলিয়ন।

১৯# ট্রাম্প একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যার কোনও পূর্ব সামরিক বা রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। উদাহরণস্বরূপ বলা যায়, দ্বাদশ মার্কিন রাষ্ট্রপতি জাচারি টেলর রাষ্ট্রপতি হওয়ার আগে সেনাবাহিনীতে ৪০ বছর কর্মরত ছিলেন। মার্টিন ভ্যান ব্যুরেন অষ্টম মার্কিন রাষ্ট্রপতি হওয়ার আগে ৩১ বছর ধরে সরকারি অফিসে দায়িত্ব পালন করেছিলেন। উড্রো উইলসন ২৮ তম মার্কিন রাষ্ট্রপতি হওয়ার আগে ২ বছর পাবলিক অফিসে দায়িত্ব পালন করেছিলেন।

১৮৩৫ পঠিত ... ১৫:৩৮, নভেম্বর ০৫, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top