যেভাবে এলো ২০১৯ সালের সবচেয়ে জনপ্রিয় মিম টেমপ্লেট 'woman yelling at cat'

২৮২৯ পঠিত ... ১৯:৩৫, ডিসেম্বর ২৯, ২০১৯

সাদা রঙা এক বিড়াল। নাম তার স্মাজ। তাকে চেনার কোনো কারণ কিংবা প্রয়োজনীয়তা আমার বা আপনার না থাকলেও বিড়ালটিকে চেনে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে এ কথা একেবারে হলফ করে বলে দেওয়া যায়!

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ালের বিভিন্ন ছবি অহরহই দেখা যায়। ইন্টারনেট জগতে রাজত্ব করে নেওয়া এই প্রাণিটির বিভিন্ন রকমের ছবি, ভিডিও সবসময়ই থাকে জনপ্রিয়তার তুঙ্গে। কিন্তু এ বছর জনপ্রিয়তার তুঙ্গে ছিল বিড়াল 'স্মাজ'। বিড়ালের ভাষা আমরা না বুঝতে পারলেও স্মাজের মুখভঙ্গিমা এতটাই দুর্দান্ত, যে তার পছন্দ-অপছন্দ কিংবা বিরক্তি চেহারা দেখেই বলে দেওয়া যায়। ঠিক সেভাবেই সালাদের প্রতি স্মাজের বিশেষ অরুচির প্রকাশ ঘটছে এমন এক ছবির সাথে 'দ্য রিয়েল হাউজওয়াইভস অফ বেভারলি হিলস'-এর কাস্ট মেম্বার টেইলর আর্মস্ট্রং এর ইমোশনাল ব্রেকডাউন থেকে হওয়া প্রতিক্রিয়ার ছবি পাশাপাশি জুড়ে দিয়ে missinggirl অ্যাকাউন্ট থেকে একটি টুইট প্রকাশ করা হয়। ব্যস! ৩৫০০০০ এরও বেশি লাইক ও কমেন্ট এর সাথে সাথে ২০১৯ সালের সব থেকে বিখ্যাত মিম টেম্পলেট 'Woman yelling at cat' এ পরিণত হয়ে যায় ছবিটি। এ বছর মে মাসের ১ তারিখে এই টুইট থেকে ছবিটা ভাইরাল হলেও বিড়াল স্মাজ এবং টেইলর আর্মস্ট্রং এর এমন প্রতিক্রিয়ার পেছনের কাহিনী অনেকেরই অজানা।

২০১৫ সালে অন্টারিওতে বসবাসরত মিরান্ডা স্টিলবাওয়ারের নব্য পালিত বিড়ালটির অন্যসব বিড়ালের মতনই অচেনা মানুষে রয়েছে 'ফোবিয়া'। বাড়িতে অতিথি এলে আজকালকার ছেলেমেয়েদের মতন তারও 'Minding my own business' মোড অন হয়ে যায়। আর যখন কেউ থাকে না, তখন মাথায়-শরীরে হাত বুলিয়ে দেওয়ার বায়না করার বিড়ালসুলভ বৈশিষ্ট্যও তার মাঝে বিদ্যমান। এমনকি খাবারের টেবিলে নিজস্ব চেয়ারেরও দাবিদার এই বিড়াল। আর দাবি আদায় না হলে নিজের চেহারায় রাগের ভাব ফুটিয়ে তুলতেও সে ওস্তাদ। এখানেই অন্যসব বিড়ালের সাথে তার পার্থক্য। স্টিলবাওয়ারের মতে, বাড়িতে অতিথি এলে তার বিড়ালের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করা সম্ভব হতো না। সেসময় যখনই কেউ খাবার শেষে চেয়ার ছেড়ে উঠে যেত তখনই বিড়াল মহাশয় লাফ দিয়ে চেয়ারে বসে নিজের জায়গা দখল করে ফেলতো। আর এভাবেই একদিন লাফ দিয়ে চেয়ারে উঠে যখন নিজের সামনের টেবিলে সালাদের প্লেট দেখলো, তখন সেই খাবারের প্রতি তার অনীহা ও অরুচি প্রকাশকর মুখভঙ্গিমার ছবি তুলে ফেলেন স্টিলবাওয়ার। আর এইভাবেই পুরো পৃথিবী চিনলো বিখ্যাত বিড়াল স্মাজ-কে। স্টিলবাওয়ার পরবর্তীতে ২০১৮ সালে নিজস্ব টাম্বলার অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেন 'He no like vegetals' ক্যাপশনের সাথে। তিনি প্রায়শই তার বিড়ালের ছবি পোস্ট করতেন। কিন্তু স্মাজের এই ছবিটি অনেকেরই নজর কেড়েছিল। সেই পোস্টটির হাজার হাজার নোটস ও রিপোস্ট হয়েছিল। কিন্তু তারই এক বছর পর স্মাজকে যে কোটি কোটি মানুষ এক চেহারায় চিনে যাবে তা হয়তো বা কারোরই জানা ছিল না।

অন্যদিকে রিয়েলিটি-টিভি শো দ্য রিয়েল হাউজওয়াইভস অফ বেভারলি হিলস' এর অভিনেত্রী টেইলর আর্মস্ট্রং এর দিকের ঘটনাটা একেবারেই ভিন্ন এবং দুঃখজনকও বটে। ২০১১ তে তখন তার সদ্য ডিভোর্স হয়, স্বামীর দ্বারা ডোমেস্টিক অ্যাবিউজড হওয়াই ছিল তার কারণ। ডিভোর্সের পরপরই তার স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটে। আর সেই বিষয়েই যখন অন্য একজন হাউজওয়াইফ 'গসিপ' করছিলেন, তখন টেইলর আর্মস্ট্রং চিৎকার করে তার দিকে তেড়ে আসে এবং আরেকজন অভিনেত্রী কাইলি রিচার্ডস তাকে আটকানোর চেষ্টা করে। আর তখন ধারণকৃত ভিডিও থেকেই জন্ম নেয় সেই বিশেষ দৃশ্যটি। যদিও ৮ বছর আগের এই ঘটনার কোনো প্রভাব টেইলরের জীবনে এখন নেই এবং সে তার জীবন নিয়ে বর্তমানে অনেক সুখী। বরং নানারকম মিম দেখে ঘটনাটিকে হেসেই উড়িয়ে দেন তিনি।

এই দুটো ছবির পেছনের কাহিনীর পর যা হয়েছে, তা সকলেরই জানা। দুটো ছবি পাশাপাশি জুড়ে দেওয়ার পরপরই রাতারাতি ছবিটি দিয়ে হাজার হাজার মিম শেয়ার করা শুরু হয়ে যায়। মোটামুটি 'সম্ভব-অসম্ভব' সকল ধরনের ইস্যু নিয়েই এই টেমপ্লেটে হরদম মিম বানানো হচ্ছে। এটি হ্যালোউইন কস্টিউম এবং গুয়েতেমালায় প্রটেস্ট সাইন হিসেবেও ব্যবহৃত হয়েছে৷ এমনকি এই মিম টেমপ্লেট সম্বলিত ক্রিস্টমাস সোয়েটারও পাওয়া যাচ্ছে Etsy ও Amazon এ। গ্রাম্পি ক্যাটের পর স্মাজই অনলাইনে সবচাইতে জনপ্রিয়তা পাওয়া বিড়াল। স্মাজের রয়েছে ১.৪ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার এবং ২৩,০০০ মেম্বারের একটি অফিশিয়াল 'Smudgeposting' ফেসবুক গ্রুপ। যদিও এখন পর্যন্ত টেইলর আর্মস্ট্রং ও স্মাজের দেখা হওয়ার সুযোগ হয়নি। তবে কোনোদিন দেখা হলে সেটিও যে ইন্টারনেটে বেশ সাড়া ফেলে দিবে তা বলাই বাহুল্য।

২৮২৯ পঠিত ... ১৯:৩৫, ডিসেম্বর ২৯, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top