লেখা: মিশকাত তানিশা
এই ছবিটা শেয়ার দিয়ে অনেকে লিখতেছেন এটা নাকি নারীবাদী আর শাহবাগীদের মুখে চপেটাঘাত। আপনাদের ক্যাপশন আমাকে বিশ্বাস করতে বাধ্য করে যে 'উই সাফার মোর ইন আওয়ার ইমাজিনেশন দ্যান ইন রিয়ালিটি'। আমার মনে হয় না আমি বা আমার কোনো ওয়েস্টার্ন পরা বান্ধবী বা আমার কোনো বোরকা পরা বান্ধবী কেউই এই ছবি দেখে কষ্ট পাইছে। আপনাদের আসলে নিজেরে প্লেজার দেওয়ার জন্য ইস্যু লাগবে, তাই আপনারা বানায় নিছেন এই ছবি দেখে আমরা কষ্টে মরে যাইতেছি৷ তাই আপনাদের মনে হয় বোরকা পরা কেউ ফার্স্ট হইলে আমরা জ্বলে যাই৷ মনে করতেই পারেন। কিন্তু আমরা আসলে খুশি হই। কোনো মহিলা যখন তার পছন্দসই পোশাক নিয়ে বুলিড হয় না, কোনো মহিলা যখন ভালো কিছু করে, আমরা খুশি হই, সে যে জাতি যে ধর্মেরই হোক। কেউ যখন বলে মেয়ে বসের সাথে শুয়ে শুয়ে প্রমোশন পাইচ্যাঁ, আমাদের গায়ে লাগে। কেউ যখন বলে হিজাবি মেয়ে দুর্বল বোকা, আমাদের গায়ে লাগে। কেউ যখন আমাদের কমপ্লিমেন্ট দিয়ে বলে 'আপনি টিপিক্যাল মেয়েদের থেকে অন্যরকম' তখন আমাদের মেজাজ খারাপ হয়, আমরা খুশি হই না।
একই কারণে বাংলাদেশে কেউ রেপড হইলে আমাদের বুকে ক্ষত হয় এবং ভারতে মুসলিম নারীদের হেনস্তা করার খবরে আমাদের বুক পুড়ে যায়। একই কারণে পূজা দাস-এর ধর্ষক মুক্তি পাইলে আমাদের সহ্য হয় না। একই কারণে বিলকিস বানু বিচার না পাইলে আমাদের অসহ্য লাগে।
উগ্রবাদী আছে। গবেট তো থাকেই। এই যেমন তসলিমা নাসরিনের মতো গবেটও আছে, আপনাদের মতো গবেটও আছে। আপনারা থাকবেনই৷ আপনারা যারা মনে করেন হিজাব পরলে নারী এমপাওয়ার্ড হয় না এবং আপনারা যারা মনে করেন সিগারেট খাওয়াকে আমরা নারীর ক্ষমতায়ন বলি, দুই গবেটের অবস্থা দেখে আমরা হাসি। আপনাদের থাকা নিয়ে আমাদের প্যারা নাই। আপনারা যতই চেষ্টা করেন নারীকে নারীর মুখোমুখি দাড় করানোর, লাভ নাই। আমার হিজাব পরা বান্ধবী আর আমার বিড়ি খাওয়া বান্ধবী কেউই কাউকে রাতে একলা ফেলায় যায় না। আমার হিজাব পরা বান্ধবী আপনার মতো পুরুষের সাথে থাকার চেয়ে আমার সাথে থাকাই প্রিফার করবে।
আমাদের লড়াই পুরুষতন্ত্রের বিরুদ্ধে। সেই লড়াইয়ে মাহসা আমিনিও আমার কমরেড, বিলকিস বানুও আমার কমরেড। আপনারা যারা পুরুষতন্ত্রে দীক্ষিত পুরুষ এবং নারী, কেউই এই নারী বনাম নারী খেলা খেলতে পারবেন না।
কারণ আমরা চাই আজাদি।
পুরুষতন্ত্র থেকে আজাদি পর্যন্ত,
নারী থেকে নারীতে, বিদ্রোহ ছড়াবেই।
ইরান থেকে ভারতে বিদ্রোহ ছড়াবেই।
জিন জিয়ান আজাদি।



পাঠকের মন্তব্য