আমাদের ছোটো গাঁয়ে করোনার ভয়

৫৬৭ পঠিত ... ২৩:০৮, মার্চ ৩০, ২০২০

 

‘আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর
থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালে যাই।‘
এসময়ে খেলব কী! পাচ্ছ না তাল?
পৃথিবীটা জুড়ে চলে করোনার কাল।
বাতাসে বাতাসে শুধু করোনার ভয়
ঘর থেকে কেউ বুঝি শখে বের হয়!

সরকার ‘ঘরে থাকো’ বলে রোজ রোজ
মসজিদ, মন্দির, গীর্জাও ক্লোজ।
হাটবারে বসছে না নিয়মিত হাট
বিকেলেও ফাঁকা থাকে খেলবার মাঠ।
নেই ভ্লিবল খেলা, ফুটবলে কিক
শুনশান নিরবতা চলে চারিদিক।
‘সকালে সোনার রবি পূব দিকে ওঠে
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।‘

বন্দে আলীর কথা করো বিশ্বাস
গ্রামে করি সকলেই সুখে বসবাস।

৫৬৭ পঠিত ... ২৩:০৮, মার্চ ৩০, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top