বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল, মনে রেখো বাইরে যাওয়াই সব ভেজালের মূল

৯৪৩ পঠিত ... ২১:৪৮, মে ১৮, ২০২০

 

বড়লোকের বিটি লো! লম্বা লম্বা চুল!
মনে রেখো বাইরে যাওয়াই সব ভেজালের মূল।

করোনাকে হালকা করে আর দেখো না, প্লিজ
যে মরেছে সেই বুঝেছে করোনা কী চিজ!
বাঁচাবে না ভেন্টিলেটর, অক্সিজেনের নল
ঘরে থাকো, ঘরেই থাকো, ডাকুক শপিং মল।

তুমি যদি বেঁচে থাকো, বাঁচবে তোমার সাধ
ম্যানিকিউর, পেডিকিউর এই ঈদে হোক বাদ।
এবার ঈদে নাইবা সাজুক হেনায় তোমার হাত
এমন তো না সাজা ছাড়া হয় না হজম ভাত।

বড়লোকের বিটির কেন থাকতে হবে লোভ!
নতুন জামায় ভরা তোমার আলমারি, ওয়ার্ডরোব।
সাজার জিনিস রাখতে তোমার আলাদা এক রুম
তবু কেন কিনতে যেতে হারাম রাতের ঘুম!

নতুন জামা-কাপড় কিনেই করেছ সব ঈদ
এবার না হয় দূরে রাখো শপিং করার জিদ!
আধামরা বয়ফ্রেন্ডকে নাইবা দিলে ছিল!
নিজে বাঁচো, বিএফ বাঁচাও, দরজাতে দাও খিল।

বড়লোকের বিটি লো! লম্বা লম্বা চুল!
এবার ঈদে মাথায় গোঁজ লাল গেন্দা ফুল!


*বিশেষ সংযুক্তি*
গেন্দা ফুলের উছিলাতে কেউ যদি হও বের
ঠ্যাং বরাবর করব গুলি। পাইবা তখন টের!

৯৪৩ পঠিত ... ২১:৪৮, মে ১৮, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top