কোনো কিছু বলছ না? ও ওমর সানী!

১৭৪৮ পঠিত ... ২১:২৯, জানুয়ারি ১৮, ২০১৯

ওমর সানীকে ডেকে বলে মৌসুমী
আমার বিপদে কিছু বলছো না তুমি?
সবাই এমপি হবে, সবাই কী খুশি!
আমি কী না বসে বসে আঙুলটা চুষি!

‘ভাইয়া’কে ফুল-টুল দিয়েছি সে কবে!
এখনও কি তাঁর গ্লানি কাঁধে নিতে হবে!
খোঁচা শুনে মনে হয় চুল ছিঁড়ি রাগে
জাসাস করা কি দোষ? বলোনি তো আগে!

আমাকে এমন দলে দিয়েছিলে ঠেলে! 
‘ভাইয়া’ বিদেশে আর ‘দেশমাতা’ জেলে... 
জুবাইদা আপাও তো নামল না মাঠে! 
হা কপাল! ভিড়েছিনু আমি কোন ঘাটে? 

অঞ্জনা, পূর্ণিমা, শাবনূর, প্রাচী
কবরী, সুইটি, শমী বলে আছি, আছি!
সবাই এমপি হবে শুধু আমি বাদে!
আমার দুঃখে দেখ গাছপালা কাঁদে।

ঢুকবো না সংসদে? কাটবো না ফিতা!
এমপি না হওয়া মানে জীবনই তো বৃথা।
এই দেখ দুই চোখে এসে গেলো পানি। 
কোনো কিছু বলছ না? ও ওমর সানী! 

১৭৪৮ পঠিত ... ২১:২৯, জানুয়ারি ১৮, ২০১৯

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top