আ.ক.ম তো করছে আকাম তার বানানো লিস্টে, রাজাকারের সিল লাগছে মুক্তিযোদ্ধার পৃষ্ঠে!

৬৫১ পঠিত ... ১৫:১৬, ডিসেম্বর ১৯, ২০১৯

 

আ.ক.ম তো করছে আকাম। তাঁর বানানো লিস্টে
রাজাকারের সিল লাগছে মুক্তিযোদ্ধার পৃষ্ঠে।

এমনি কি আর লাগাইছে সিল! বুদ্ধি কি তাঁর অল্প?
লিস্টে এহন জুইড়া দিছে পাক বাহিনীর গল্প।

আ.ক.ম এই লিস্ট করে নাই, করছে নাকি পাইক্যা
লিস্টে ওঠা সবাই ছোটো কাজ-কাম সব রাইখ্যা।

সিল লইয়া নাই বাঁচার উপায়, থাকব পিঠের চামড়া?
আসো আসো ট্যাকা লইয়া, সিল তো মুছুম আমরা।

সেলাম সেলাম আ.ক.ম স্যার, আফনে তো খাস বান্দা
হাওয়ার থাইক্যা কইরা দিছেন রুটি-রুজির ধান্ধা।

৬৫১ পঠিত ... ১৫:১৬, ডিসেম্বর ১৯, ২০১৯

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top