এই দেশ বরাবরই দুই ভাগে ভাগ, তুমি বায়তুল নাকি তুমি শাহাবাগ?

৯৪৭ পঠিত ... ১৩:৫৯, সেপ্টেম্বর ২৩, ২০১৮

এই দেশ বরাবরই, দুই ভাগে ভাগ...

তুমি বায়তুল নাকি, তুমি শাহাবাগ?

 

তুমি মহা-সন্ধি? নাকি তুমি আড়ি?

তুমি গণতন্ত্র? নাকি মিলিটারি?

তুমি বাংগালী নাকি, বঙ্গের দেশী?

তুমি ডট কম নাকি, তুমি ডট বেশী?

 

তুমি স্টক মার্কেট? নাকি মিয়া গণি?

স্যামসাং-আইফোন? নাকি সিম্ফনি?

তুমি পুলিশের নাকি, তুমি মাঠ কর্মী?

তুমি রামু-পোড়া মঠ? পুশ-ইন বর্মী?

 

তুমি ওবিসিটি নাকি, তুমি জিম-ফিট্?

তুমি তেল-গ্যাস নাকি, তুমি ট্রানজিট?

ভুনা গোস্-খিচুরি? নাকি ফাস্ট ফুড?

তুমি ব্যাক বেঞ্চার? নাকি ভেরি গুড?

 

তুমি সেবা প্রকাশনী? নাকি প্রজাপতি?

তুমি নয়া-দেশ নাকি, মাহফুজ-মতি?

মোহামেডানের তুমি? নাকি আবাহনী?

ছুটি থাক জুম্মায়? নাকি রবি-শনি?

 

তুমি ডান-বাম নাকি, তুমি দশ দিক?

রাজনীতিবিদ নাকি, তুমি পাবলিক?

তুমি ককটেল নাকি, তুমি অনশন?

ভ্যাকেশন রাঙ্গামাটি? নাকি ‘লন্ডন’?

 

তুমি বান্ধব টাইপ? নাকি তুমি থ্রেট?

তুমি সরকারী খাত্? নাকি প্রাইভেট?

তুমি পিলখানা নাকি, তুমি বিডিআর?

তুমি স্টার প্লাস নাকি, দেশী মিডিয়ার?

 

তুমি ফারুকীর নাকি, ডিপজল চাচ্চু?

তুমি সাদী-বন্যা? নাকি জেমস্-বাচ্চু?

তুমি লাক্স তারকার? নাকি কস্কো?

তুমি মহা চীন নাকি, তুমি মস্কো?

 

তুমি ভিটামিন নাকি, হারবাল মিকচার?

তুমি ব্লগ নাকি তুমি, চান্দের পিকচার?

দুই ভাগে ভাগ হতে, করিনিতো ভুল...

তুমি রবি-হিন্দু? নাকি নজরুল?

৯৪৭ পঠিত ... ১৩:৫৯, সেপ্টেম্বর ২৩, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top