জীবনানন্দের বিরুদ্ধে সাদাত হোসাইনকে কপি করার অভিযোগ

৭১৫০ পঠিত ... ১৬:১৯, মে ২৯, ২০২১

jibonanondo-sadat

হুমায়ূন আহমেদের পর এবার জীবনানন্দের বিরুদ্ধেও সাদাত হোসাইনকে কপি করার অভিযোগ তুলেছে সাদাত হোসাইন ফ্যান ক্লাবের সদস্যরা। সম্প্রতি সাদাত হোসাইনের নতুন কবিতার লাইন 'আমি ক্লান্ত প্রাণ এক... চারিদিকে জীবনের সমুদ্র সফেন... :)' নিয়ে এমন জটিলতার সৃষ্টি হয়।

এই লাইনটি ফেসবুকে নিজের একটি ছবির ক্যাপশন হিসেবে ব্যবহার করেন সাদাত হোসাইন। অনেকেই লাইনটিকে জীবনানন্দ দাশের বলে অভিযোগ তুললে সাদাত হোসাইন ফ্যানরা জীবনানন্দের দিকে পালটা অভিযোগের তীর তোলেন।

এক সাদাত হোসাইন ফ্যান বলেন, 'সাদাত স্যার ছাড়া এমন লাইন পৃথিবীর আর কেউ লিখতে পারার কথা না। জীবনানন্দ দাশ এই লাইন কপি করছে।'

প্রতিটি পয়েন্টে পয়েন্টে কপিও ধরিয়ে দেন এই ডাইহার্ড ফ্যানটি। তিনি বলেন, 'জীবনানন্দ কত চালাক দেখেন। লাইনটি কপি করার সময় ৩ দুগুনে ৬টা ডট বাদ দিছে। একটা ইমোজিও বাদ দিয়া দিছে। ভাবছিলো এমনে ইডিট করলে আমরা বুঝবো না। আরে মিয়া দিনে ১৮ ঘন্টা সাহিত্য নিয়া পইড়া থাকি। আর জীবন মিয়া ভাবছে আমরা ধরতে পারুম না।'

অন্য এক ফ্যান বলেন, 'জীবন মিয়া সারা জীবনে ওই 'আমাকে দুদন্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।' এই লাইনটি ছাড়া কী আর এমন লিখছে! সাদাত স্যারের মত 'সুরঞ্জনা ওখানে যেয়ো নাকো তুমি' কিংবা 'আমি বিদ্রোহী রণক্লান্ত' কিংবা 'যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষার' এমন অসাধারণ লাইন লিখতে পারছে জীবনে? নাকি পারবে! হুহ, আসছে আমার সাদাত স্যারের লেখা মাইরা দিতে।'

সাদাত হোসাইনকে নিয়ে গর্বভরা বুক নিয়ে এক ফ্যান বলেন, 'এইগুলা আমাদের সয়ে গেছে। শুধু দেশে না, বিদেশিরাও সাদাত স্যাররে কপি করে। অন্যান্যরা তো লেখা কপি করতো। পাকিস্তানের এক ফুটপাতের সাহিত্যিক দেখলাম সাদাত স্যারের নাম কপি কইরা নিজের নাম রাখছে 'সাদত হোসেন মান্টো'। সো এইগুলাতে আর আমাদের কষ্ট লাগে না।'

৭১৫০ পঠিত ... ১৬:১৯, মে ২৯, ২০২১

Top