ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্নেও পেঁয়াজ!

৩৬৮০ পঠিত ... ২২:০৯, ডিসেম্বর ১০, ২০১৯

দিন দিন পেঁয়াজের দাম যেমন চড়া হচ্ছে, পেঁয়াজ নিয়ে রসিকতাও সেই হারে বাড়ছে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় পাওয়া গেল পেঁয়াজকে। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফল মিড সেমিস্টার পরীক্ষার এবার করা হয়েছে পেঁয়াজ নিয়ে প্রশ্ন। প্রশ্নটিতে বের করতে বলা হয়েছে পেঁয়াজের জড়তার ভ্রামক! প্রশ্নটি করেছেন ড: ইফতেখার আনাম।  

'পেঁয়াজ'ওয়ালা এই প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। শিক্ষার্থীরা নিজেরাই এই প্রশ্নের ছবি ফেসবুকে দিয়েছেন। অনেক পেজ থেকেও শেয়ার করা হয়েছে এই 'দামি' প্রশ্ন। 

পরবর্তীতে ফেসবুকের কমেন্ট থেকে জানা যায়, ড: ইফতেখার আনাম এমন সাম্প্রতিক বিষয় নিয়ে বুদ্ধিদীপ্ত প্রশ্ন প্রায়ই করে থাকেন। 

প্রশ্নটি দেখে হয়তো শিক্ষার্থীরা একই সাথে দুঃখ এবং আনন্দ পেয়েছেন। কারণ এমন অংক করে উত্তর বের করতে অনেককেই হিমশিম খেয়েছেন। কিন্তু আনন্দ পেয়েছেন কারণ মুফতে প্রশ্নপত্রে পেয়ে গেছেন পেঁয়াজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেছেন, 'ভাবছি সবার প্রশ্ন কালেক্ট করে বেচে দিব। আসল পেঁয়াজ না কিন্তু খালি পেঁয়াজ লেখা আছে এজন্য হলেও ভালো দামে বিক্রি করা যাবে।' 

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এমন প্রশ্ন নতুন নয়। সেগুলোতে প্রশ্নের বিষয় ছিল লবণ, রকেট, ভ্যালেন্টাইন, বসন্ত, এডিস, মশারি, মশা মারতে কামান দাগা ইত্যাদি। অন্যান্য প্রশ্নগুলোতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন-

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#


৬#

 

৭#

 

৮#

৩৬৮০ পঠিত ... ২২:০৯, ডিসেম্বর ১০, ২০১৯

Top