ফেসবুকে প্রচলিত মিম যেভাবে কৃষি ব্যাংকে সত্যি হলো

৩৫৮০ পঠিত ... ১৯:১৬, নভেম্বর ০৯, ২০১৯

কৃষি ব্যাংকের একজন ম্যানেজারকে স্যার না বলায় এক সেবা গ্রহীতার সঙ্গে চরম দুর্ব্যবহার করে ব্যাংক থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর সকালে ব্যাংকটির ঢাকার ধামরাই বাজার শাখায়। খবর: কালের কন্ঠ।  

জাকির হোসেন ব্যাংক ম্যানেজার সোহরাব জাকিরের কক্ষে গিয়ে তার কাছে জানতে চান একটি গবাদিপশুর খামারের জন্য ব্যাংক থেকে ঋণ নিতে হলে কী কী কাগজপত্রাদি লাগবে। এ সময় জাকির হোসেন ব্যাংক ম্যানেজার সোহরাবকে দুই বার ভাই বলে সম্বোধন করেন। এতে সোহরাব ক্ষিপ্ত হয়ে জাকিরের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। এতে ম্যানেজারের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয় জাকিরের। এক পর্যায়ে ম্যানেজার ব্যাংক থেকে বের করে দেন জাকিরকে।

ফেসবুকে অনেকদিন ধরেই মিম আকারে প্রচলিত ছিল হুমায়ূন আহমেদের নাটকের একটি দৃশ্য, যেখানে ফারুক আহমেদ খুব ভাব নিয়ে ড. এজাজকে বলছেন, 'আমাকে স্যার ডাকবা'! এই মিম দেখেই কি প্রভাবিত হলেন ম্যানেজার সাহেব? আমাদেরও মনে প্রশ্ন জাগে।

এ ব্যাপারে সোহরাব সাহেবের কাল্পনিক সাক্ষাৎকার নিতে গিয়ে eআরকি টিমের একজন ভুলে তাকে ‘ভা…’ বলতেই তিনি ভয়ংকর দৃষ্টি দেয়ার প্রস্তুতি নিতেই তাড়াতাড়ি থুক্কু বলে 'স্যার' সম্বোধন করেন। এরপর আমরা তার কাছে জানতে চাই ভাই বলায় তিনি রেগে গিয়েছিলেন কেন। তিনি জানান, 'কলেজে এক মেয়েকে পছন্দ করতাম। বেশি কিছুদিন পিছে পিছে ঘোরার পর সে বললো আমাকে ভাইয়ের চোখে দেখে। সেই যে ভাই বলা শুরু করলো মেয়েরা… এর কোন শেষ দেখছিলাম না। ভয় হতে শুরু করলো আমার বৌও হয়তো...। না পেরে নিয়ম জারি করলাম কেউ আমাকে ভাই ডাকতে পারবে না। নারী পুরুষ নির্বিশেষে সকলের আমাকে নাম ধরে ডাকতে হবে।  যেন কেউ না বুঝে ফেলে যে শুধু মেয়েদের মুখে নিজের নাম শুনতে চাই দেখে এ নিয়ম। এখন তো বয়স হয়েছে। সবাই নাম ধরে ডাকবে সেটা ভালো দেখায় না। তাই এখন নিয়ম পরিবর্তন করে বানিয়েছি, সবার আমাকে স্যার ডাকতে হবে। এটলিস্ট ভাই শোনার চেয়ে ভালো। আসলে একটু চালাক না হলে টেকা মুশকিল বুঝছেন!’

এ পর্যায়ে তিনি ফেসবুকে অত্যন্ত প্রচলিত বাংলা সিনেমায় জসিমের একটি দৃশ্য 'না না, আমাকে ভাই ডাকবেন না' তার জীবন থেকেই নির্লজ্জভাবে কপি করা হয়েছে বলে দাবি করেন।

কিন্তু আপনার অন্যান্য ভাই-ব্রাদাররাও কি আপনাকে স্যার ডাকেন? এই কথা শুনেই তিনি বলেন, 'শোনেন, স্যার আমার সম্বোধন না, এটা আমার নামেরই অংশ। এই যে দেখেন স্যার আইজ্যাক নিউটন। তাকে কি আলাদাভাবে স্যার ডাকতে হয়? এটাই তো তার নাম।' এছাড়াও তিনি ভবিষ্যতে ইংল্যান্ডের রাণীর কাছ থেকে 'নাইট' উপাধি পেতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।

আমরা তার সাক্ষাৎকার নিয়ে চলে আসার সময় আমাদের এক সহকর্মী ভুল করে বলে ফেলেন, ‘আচ্ছা ভাই, আসি।’ বলামাত্র জিহ্বায় কামড় খেয়ে ম্যানেজার সাহেব কিছু বলার আগেই আমরা সেখান থেকে দৌড়ে বের হয়ে যাই...

৩৫৮০ পঠিত ... ১৯:১৬, নভেম্বর ০৯, ২০১৯

Top