আসছে নতুন রিয়ালিটি শো 'কে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান?'

৮৩৩ পঠিত ... ২২:৫৩, সেপ্টেম্বর ০৫, ২০১৯

গত ১৪ জুলাই মৃত্যুবরণ করেন সাবেক স্বৈরশাসক ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। তার মৃত্যুর আগে থেকেই জাতীয় পার্টির পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে দ্বিধা কাজ করছিল দলটির নেতাকর্মীদের মাঝে। আজ (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দলের এক অংশ রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে। এরশাদের মৃত্যুর পর থেকে দলের অন্য একটি অংশের সমর্থন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার ছোট ভাই জি এম কাদের। ফলে বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান দুজন। খবর: বিবিসি বাংলা। 

জাতীয় পার্টিতে একই সাথে দুজন চেয়ারম্যান বর্তমান থাকার খবরে চিন্তার ভাঁজ পড়েছে দলটির সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে। তবে এই সংকট থেকে উত্তরণের জন্য অনেকেই ভাবছেন এক বিকল্প পন্থা। ‘কে হবে মাসুদ রানা’র মতো করে ‘কে হবে জাপা চেয়ারম্যান’ নামের একটি রিয়েলিটি শো-এর মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান সংকট দূর করার পরামর্শ দিয়েছেন অনেকে। 

এ ব্যাপারে কথা বলতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক নেতা eআরকিকে বলেন, ‘মাসুদ রানার প্রোগ্রাম দেখেই এই আইডিয়া আসছে মাথায়। ঐরকম একটা রিয়েলিটি শো করলে, ব্যাপারটা খুব সহজেই মিটমাট করে ফেলা সম্ভব হবে বলে আমরা মনে করি।’ রিয়েলিটি শো থেকে কেমন ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচন করা হবে, সে বিষয়ে জানতে চাইলে এই নেতা বলেন, ‘পল্লীবন্ধুর মতো মানুষকেই আমরা খুঁজতেছি। স্মিত হাসি হাসতে পারেন, ক্যান্ডিড ছবি তুলতে পছন্দ করেন এবং শারীরিকভাবে ফিট; এমন একজন মানুষকেই আমরা খুঁজছি।’

'eআরকি করেন?' গ্রুপ থেকে

একটি রাজনৈতিক দলের প্রধান হবার জন্য কেন এসব গুণ থাকতে হবে, তা জানতে চাইলে এই নেতা কোন উত্তর দেননি। তবে জাপার এক সমর্থক eআরকিকে বলেন, ‘ক্যান্ডিড তুলতে না জানলে এখন ভালো নেতা হওয়া যায় না। আর আমাদের পল্লীবন্ধু ছবি তোলায় ছিলেন খুব পারদর্শী। এছাড়া শরীর শক্ত সামর্থ্য না হইলে তো ঝড়-বন্যায় সরাসরি ঘটনাস্থলে গিয়ে ফুটেজ নেওয়া যাবে না। আর বুঝেনই তো… ঐ ইয়ে...’ এটুকু বলেই সলজ্জ হাসি হেসে তিনি স্থানত্যাগ করেন। 

‘কে হবে জাপা চেয়ারম্যান’-এর প্রক্রিয়া কী হবে, তা জানতে চাইলে তেমন কোন সদুত্তর দিতে পারেননি দলটির নেতাকর্মীরা। তবে অফ দ্য রেকর্ডে কেউ কেউ বলেছেন, মাসুদ রানার মতই জাপা চেয়ারম্যানও খোঁজা হবে একটু ‘রাফ এন্ড টাফ’ পদ্ধতিতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, ‘সব দল আর সরকারের বঞ্চনা-গঞ্জনা সয়েই তো পল্লীবন্ধু দীর্ঘদিন রাজনীতি করেছেন। তাই রিয়েলিটি শো হতে হবে এমন, যার মধ্য দিয়ে এমন একজন উঠে আসবেন যিনি কিনা কোনকিছুই গায়ে লাগাবেন না।’ এছাড়াও জানা যায়, অডিশনে ডিগবাজি, দড়ি টানাটানি খেলা ইত্যাদি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাপা সমর্থকদের একাংশ। 

৮৩৩ পঠিত ... ২২:৫৩, সেপ্টেম্বর ০৫, ২০১৯

Top