ভার্চুয়ালি মহাসমারোহে পালিত হচ্ছে আওয়ামী লীগের ডাকা হরতাল

১১৩ পঠিত ... ১৬:২৮, জুলাই ২০, ২০২৫

19 (23)

আদিকালের হরতালের জায়গা দখল করে এখন ভার্চুয়াল হরতাল। দেশব্যাপী মুগ্ধ বিস্ময়ে দেখছে জনগণ—কারণ এই হরতাল মিমের খনি। আগাম অন্তত এক সপ্তাহের কন্টেন্ট নিশ্চিত!

ছাত্রলীগের ফেসবুক পেজ ঘুরলেই দেখা যাচ্ছে মহাসড়কে টায়ার জ্বলছে, স্লোগানে মুখ ফাটাচ্ছেন মুখ বাঁধা ৪-৫ জন নেতা। দিনে হরতাল দেখে অভ্যস্ত দেশবাসী এখন প্রথমবারের মতো রাতের আঁধারে মোবাইল আলোয় হরতালের শুটিং দেখে হকচকিয়ে গেছে।

ফেসবুকে ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে, গাছ ফেলে রেললাইন অবরোধ। তবে ফ্যাক্টচেক জানাচ্ছে—এটা ঝড়ে পড়ে যাওয়া একখানা আমগাছ। কেউ লিখেছেন, ঝড়ে গাছ পড়ে আওয়ামী কেরামতি বাড়ে। আজ ঝড়ে ভাঙা গাছও নিরাপত্তাহীনতায় ভুগছে। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বাড়বকুন্ড অংশে ঝড়ে পড়ে যাওয়া গাছের ছবিকে আওয়ামী পেজগুলো হরতালের সাফল্য হিসেবে চালিয়ে দিচ্ছে।

হরতাল তদারকির দায়িত্বে থাকা ছাত্রলীগ নেত্রীদের সাথে কথা বলতে গেলে জানা গেল, তাঁরা দিনে কথা বলতে নারাজ—হরতাল বিষয়ে কথা বলতে হলে রাতে আসেন। সঙ্গে হরতালের একটা ফুল কাভারেজ দিলেই কথা বলব।

eআরকি পক্ষ থেকে কাভারেজের আশ্বাস দিলে এক নেত্রী বলেন,দয়া করে আমাদের হরতাল আর অন্যদের হরতাল এক করে ফেলবেন না।আমাদের নেত্রীর হাত ধরে দেশ ডিজিটাল হলেও হরতালের ডিজিটাল রূপ আমরাই প্রথম দেখালাম।

আমরা এর জন্য সেন্ট্রাল শুটিং জোন তৈরি করেছি—সেখান থেকেই হরতাল সম্প্রচার হবে।

এখন যা দেখছেন, সবই টেস্ট ব্রডকাস্ট। রেসপন্স ভালো পেলে ২৪ ঘণ্টার লাইভে হরতাল নামিয়ে দেবো। সক্ষমতা আমাদের আছে, এখন শুধু ফাইনাল কাট দিচ্ছি।

আভ্যন্তরীণ সূত্র জানায়—ভার্চুয়াল হরতালে অংশ নিতে হলে ফেসবুক ‘হরতাল ফ্রেম’ ব্যবহার বাধ্যতামূলক। ফ্রেম ছাড়া হরতালে অংশ নিলে সেটি অবৈধ গণ্য হবে এবং কোনো পারিশ্রমিক দেওয়া হবে না।তবে ফ্রেম লাগালেই নগদ ১০০ টাকা চলে যাবে নগদে! eআরকির ইনবক্সেও হরতাল সাপোর্ট ফ্রেম লাগানোর অফার এসেছে বেশ কয়েকবার।অনেকে বলছেন, এতে ফ্রিল্যান্সভিত্তিক হরতাল কর্মসংস্থান তৈরি হয়ে বেকার যুবসমাজ সাবলম্বী হয়ে উঠতে পারে।

এদিকে আন্তর্জাতিক মহলেও এ হরতাল নিয়ে আগ্রহ দেখা দিয়েছে।BBC বাংলাদেশ ডেস্ক জানিয়েছে, এটাই বিশ্বের প্রথম ডিজিটাল হরতাল, যেখানে সক্রিয় সবাই—কিন্তু কেউ রাস্তায় নেই।

চ্যাটজিপিটি নাকি এক রাতে ক্র্যাশ করে বসেছে,

হরতালের ফেইল ভিডিও আর ফেক ছবি জেনারেট করতে করতে ক্লান্ত হয়ে পড়ে গেছে সার্ভার!

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এখন বুঝে গেছে—এ হরতালের পেছনে মানুষ লাগে না, লাগে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

 

১১৩ পঠিত ... ১৬:২৮, জুলাই ২০, ২০২৫

Top