মেসি গরু না পেয়ে সুয়ারেজ গরু কিনে কামড় খেলেন ক্রেতা

১০২৭ পঠিত ... ২০:৩৭, আগস্ট ০৮, ২০১৯

আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে গরু-ছাগলের হাটগুলো। আর এর মাঝে বিশেষ করে নজর কেড়েছে মেসি নামের একটি গরু। অনেকেরই আগ্রহ ছিল গরুটি নিয়ে। তবে বিশ্বসেরা ফুটবলার মেসির নামে নাম রাখা গরুটি বিক্রি হয়ে যাওয়ায় সুয়ারেজ গরু কিনে বিপাকে পড়েছেন এক ক্রেতা। নিজের কেনা গরুর কামড় খেতে হয়েছে তাকে। আজ গাবতলি গরুর হাটে এমন ঘটনা ঘটেছে। 

গত কিছুদিন ধরে মেসি গরু নিয়ে সাড়া পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মেসি গরু ট্রান্সফার হয়ে যায় ২৮ লাখ টাকায়। এরপর ক্রেতারা ঝুকে পড়েন অন্যান্য ফুটবলার গরুর দিকে। এমনই এক বার্সাভক্ত ক্রেতা রৌদ্র হক সুয়ারেজ নামের একটি গরুকে পেয়ে সেটি কিনে নেন। দাম সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হতে পারলেও জানা গেছে, বেশ কয়েকজন আগ্রহী ক্রেতার মাঝে বাকবিতণ্ডার পর বেশ চড়া দামেই এই ক্রেতা সুয়ারেজ গরুকে কিনে নেন। 

তবে আসল সংকট তখনো অপেক্ষা করছিল! সুয়ারেজকে নিয়ে ফেরার পথে রাস্তায় গরুটি যাকে তাকে কামড়ে দিতে থাকে। এরপর এক পর্যায়ে তার জন্য একটি ট্রাক ভাড়া করে নিয়ে যাওয়া হয় ক্রেতার বাড়িতে। হাট থেকে গন্তব্যে পৌঁছানোর মাঝেই গরুটি ব্যাপারীসহ অন্তত ছয়জনকে কামড়ে আহত করে। ট্রাক থেকে নেমেই মহা উদ্যামে স্বয়ং ক্রেতাকেই কামড়ে দেয়। আহত ক্রেতার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আগে বুঝতে পারলে আমি এমন গরু কিনতাম না। মানুষ, গরু-ছাগল সবাইরেই কামড়াইছে সুয়ারেজ। ঈদের দিন সকালে ওকে কেমনে কুরবানি দিব, বুঝতেছি না কিছুই!’ এমনকি কামড়াতে আসা দুটি নিরীহ এডিস মশাকেও কামড়ে দেয় সুয়ারেজ গরু। জানা গেছে, সুয়ারেজের ক্রেতা ৮ সদস্যের একটি দক্ষ কমান্ডো কসাই দলকে ভাড়া করেছেন কোরবানির জন্য।

তবে মেসি গরু না পেয়ে অন্য গরু কেনার ব্যাপারে আরও নানাবিধ অভিজ্ঞতা জানা গেছে। এই যেমন কাজী সাবির বলেন, ‘আমি কোনদিন মেসি গরু কিনব না। দেখা যাবে হাট থেকে বাসায় ফেরার পথে সবাইকে কাটায়া দৌড় দিবে। এর চেয়ে নেইমার গরু ভালো। ছুরি দেখলে নিজে নিজেই শুয়ে গড়াগড়ি দিবে। বাঁধতেও হবে না!’ অবশ্য নেইমার গরুর এই ক্রেতা জানান, হাট থেকে বাড়ি নিয়ে আসার পথে নেইমার যখনই অন্য কোন গরু এমনকি ছাগল দেখেছে, তখনই শুয়ে পড়ে গড়াগড়ি দিয়েছে।

১০২৭ পঠিত ... ২০:৩৭, আগস্ট ০৮, ২০১৯

Top