উচ্চশিক্ষিত ওই গরু নিজেদের না বলে জানালো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

৯৯৯ পঠিত ... ১৬:৩০, জুলাই ২০, ২০২১

EWU goru

গত কিছুদিন ধরে ফেসবুকের নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে এক উচ্চশিক্ষিত গরু। প্রতিষ্ঠানের ফিতা জড়ানো এই গরুকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী বলে দাবি করেছেন নেটিজেনরা। তবে এমন দাবিকে প্রত্যাখ্যান করে নিজেদের এক ভূয়া বিবৃতিতে এই গরুকে নিজেদের না বলে জানিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় থেকে এই ঘটনাকে কিছু কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা হয়। বিশ্ববিদ্যালয় থেকে ভূয়া বিবৃতিতে আরো বলা হয়, 'এমন কোন শিক্ষার্থী আমাদের এখানে পড়ে না। রেজিস্টার খাতা খুঁজে আমরা এখনো পর্যন্ত এমন কোন শিক্ষার্থীর রেকর্ড পাইনি। বেশ কিছুদিন আগে এমন শিক্ষার্থী ভর্তি হওয়ার চেষ্টা করলেও আমরা বুঝতে পেরে তা প্রত্যাখ্যান করি। হতে পারে এই গরু নিজেকে সমাজের উচ্চ আসনে বসানোর জন্য এমন ছলের আশ্রয় নিয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের এক ভূয়া শিক্ষক অনেকটা মেজাজ হারিয়ে বলেন, 'আমাদের কাছে পড়লে সে এখনো গরু থাকতো না, এতদিনে মানুষ হয়ে যেত।'

তবে জনৈক উচ্চশিক্ষিত গরুর সাথে কথা বলে ভিন্ন তথ্য পাওয়া যায়। গরুটি নিজেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করেন। ফেসবুকে ইনফোতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় লেখাও দেখান আমাদের। পাশাপাশি সহপাঠীদের সাথে নিজের একাধিক গ্রুপ ছবিও দেখান।

তিনি আরো বলেন, 'আমার বাবা-মা আমাকে মানুষ করার জন্য এখানে ভর্তি করায়। কিন্তু তারা দীর্ঘদিনের চেষ্টায়ও আমাকে মানুষ করতে পারেনি। তাদের যোগ্যতার সীমাবদ্ধতা বুঝতে পেরে আমি নিজেই মার্ক জাকারবার্গদের মত প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে ড্রপআউট হয়ে যাই।'

৯৯৯ পঠিত ... ১৬:৩০, জুলাই ২০, ২০২১

Top