লকডাউনের ভেতরও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে 'গরু পিটিয়ে মানুষ করার ক্লাস'

১১৫১ পঠিত ... ১৬:৩৪, জুলাই ২০, ২০২১

vnc goru

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রবেশদ্বারে গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে। জানা যায়, ফখরুদ্দিন এগ্রো ফার্মের ব্যানারে বসা এই গরুর হাটের জন্য অধ্যক্ষকে ৫ লাখ টাকা ঘুষও দেয়া হয়।

তবে এমন অভিযোগকে অস্বীকার করেন অধ্যক্ষ। eআরকিকে দেয়া এক ভূয়া সাক্ষাৎকারে তিনি ভিকারুননিসাতে 'গরু পিটায়ে মানুষ করার ক্লাস' চালুর কথা জানান। তিনি বলেন, 'করোনার কারণে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ। এইসময়ে শিক্ষার্থীদের যেমন পড়ালেখায় সমস্যা হচ্ছে তেমন শিক্ষকদেরও প্র‍্যাকটিসের সমস্যা হচ্ছে। তারা পিছিয়ে পড়ছে। সেজন্য এই গরুর হাটের সিজনে গরুদেরকে পড়ালেখা করানোর মাধ্যমে শিক্ষকরা নিজেদের একটি ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বেয়াড়া, বখাটে গরুরাও পাবে শিক্ষার আলো। তারা মানুষের মত মানুষ হয়ে উঠবে।'

এই সময়ে তিনি গরুদের শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীতার দিকেও আলোকপাত করেন। তিনি বলেন, 'উপযুক্ত ও মানসম্মত শিক্ষার অভাবে রাস্তায় গরুগুলো এদিক সেদিক দৌড় দেয়। একে ওকে ঠুস মারে। ম্যানারের অভাবে একজন অন্যজনের উপর উঠে যায়। যেখানে সেখানে মলত্যাগ করা তো তাদের নিয়মিত কাজে পরিণত হয়েছে। এই বিশাল গরু জাতিকে শিক্ষিত করার জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হতো। আমরাই এগিয়ে আসলাম।'

৫ লাখ টাকা ঘুষের বিষয়টিকেও তিনি অস্বীকার করেন। এই টাকাটা গরুদের শিক্ষা সামগ্রী কেনার ব্যয় বলে জানান এই শিক্ষানুরাগী। তিনি বলেন, 'এত শত গরু, এদের জন্য খাতা কলম কেনা, স্কুল ড্রেস বানায়ে দেওয়া, আইডি কার্ড বানানোসহ হাজার রকমের খরচ। ৫ লাখে সেখানে কিছু হয় না। উলটা আমার ব্যক্তিগত ফান্ড থেকে আরো ১০ লাখ টাকা অনুদান দিতে হয়েছে।'

১১৫১ পঠিত ... ১৬:৩৪, জুলাই ২০, ২০২১

Top