ভেগে যাওয়া গরু ধরার জন্য আসছে অ্যাপ 'থামাও'

৭৪৭ পঠিত ... ২০:১৪, জুলাই ১৮, ২০২১

thamao

কোরবানি আসে সাথে আসে গরুদের নিরুদ্দেশ যাওয়ার বাসনা। সুন্দর, সাবলীলভাবে হেটে যাওয়া শান্ত গরুগুলো হুট করে অশান্ত হয়ে নিরুদ্দেশযাত্রা করে। দৌঁড়ে পালিয়ে যায়। গরুর মালিক পড়েন ঝামেলায়। এমন ঝামেলা থেকে মানুষকে মুক্তি দিতে বাজারে আসছে নতুন অ্যাপ 'থামাও'। ভেগে যাওয়া গরুকে আবার সসম্মানে মালিকের কাছে ফিরিয়ে দেয়াই হবে যাদের কাজ।

জানা যায়, এই অ্যাপে প্রতিকারের পাশাপাশি প্রতিরোধেরও ব্যবস্থা থাকবে। করা হবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও। গরু যাতে দৌঁড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য অ্যাপে একটি বিশেষ প্রতিরোধ বিষয়ক প্রযুক্তি থাকবে। গরু পালালেই গরুর কানে কানে বলে দেয়া হবে, 'তোমাকে চারপাশ থেকে হেলমেটবাহিনীরা ঘিরে ফেলেছে।' নির্মাতারা ধারণা করছেন, এমন ঘোষণার পর গরু পালানো তো দূরের কথা পা বাড়িয়ে বাসাতেও যেতে চাইবে না।

প্রতিরোধ লেভেল পার হয়ে যদি কোন গরু পালিয়েও যায় সেক্ষেত্রে কাজে লাগবে স্ট্যান্ডবাই থাকা উসাইন বোল্ট ও ফরেস্টগাম্প। বিশেষ স্কিল সম্পন্ন গরুর জন্য, যেসব গরু সাতার কাটতে পারে তাদের জন্য স্ট্যান্ডবাই হিসেবে ফিলিপসকেও রাখা হবে।

নির্মাতা প্রতিষ্ঠানটি অতিদ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কিছু প্রযুক্তির ব্যবহারও করবেন। এক্ষেত্রে প্রথাবিরোধী মোটিভেশনাল স্পিকারদের চাহিদা বাড়বে বলে জানা যায়। 'থামুন, জীবনকে দেখুন, ভাবুন, কিছুক্ষণ দাঁড়ান' টাইপ মতবাদের মোটিভেশনাল স্পিকারদের দিয়ে গরুগুলোকে বোকা বানানো হবে। এরপর থামলেই গপ করে ধরে নিজেদের আয়ত্তে নেয়া যাবে।

৭৪৭ পঠিত ... ২০:১৪, জুলাই ১৮, ২০২১

Top