সারজিস আলমের ফটোগ্রাফার হিসেবে যোগ দিল ওবায়দুল কাদেরের সাবেক ফটোগ্রাফার

১২২ পঠিত ... ১৬:৫১, মে ০৪, ২০২৫

16

নেতা পালালেও, পালায়নি ফটোগ্রাফার। জীবিকার তাগিদে খুঁজে নিয়েছে নতুন নেতা। দেশে এখন রাজনীতি নয়, পলিটিক্যাল ফটোগ্রাফি বদলাচ্ছে দৃশ্যপট। সদ্য সারজিস আলমের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন ওবায়দুল কাদেরের সাবেক ফটোগ্রাফার। তাতেই ঘটেছে বিভ্রান্তির বিস্ফোরণ—ছবি দেখে আর বোঝার উপায় নেই, এটা সারজিস আলম নাকি ওবায়দুল কাদের!

একজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, ভাই, এখন ক্যাপশন না পড়লে বোঝাই যায় না কে নেতা, কে সাবেক! যদি ফটোগ্রাফারের মতো কাদের ভাইয়ের কপি-রাইটারও সারজিস আলম নিয়োগ দিয়ে ফেলে তাহলে আর কোনোকিছুরই তফাৎ থাকবে না। এক কাদের পালিয়ে আছে, লক্ষ্য কাদের ঘরে ঘরে।  

জানা যায় সারজিস আলমের এমন কপি করে ছবি তোলার কথা পৌঁছে গিয়েছে ওবায়দুল কাদেরের কানেও। এ বিষয়ে তিনি জানিয়েছেন, She has taught us how to click picture. যদি কেউ আমার ছবি কপি করে তাহলে she has told us how to claim copyright.

ফটোগ্রাফার নিজে অবশ্য এ নিয়ে মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, স্যার যেভাবে বলেছেন, সেভাবেই তুলেছি। আমি কিছু শিখিয়ে দেইনি, এখানে খামাখা আমাকে সন্দেহ করা হচ্ছে।

 

১২২ পঠিত ... ১৬:৫১, মে ০৪, ২০২৫

Top