বাংলাদেশের গর্ব, সড়কের শাসক, বাংলার টেসলা—অর্থাৎ আমাদের আদরের অটোরিকশা এবার আন্তর্জাতিক পর্যায়ে তাদের ক্ষমতা দেখানোর জন্য প্রস্তুত!
আজ সকালে ঢাকার কয়েকজন অটোরিকশা চালক মিলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্রের মূল দাবি: এয়ারপোর্টের রানওয়ে তাদের জন্য সাময়িকভাবে খুলে দিতে হবে, যাতে তারা ‘ইন্টারন্যাশনাল ভাড়া’ মারতে পারে।
চালকদের যুক্তি খুবই বাস্তবসম্মত; রানওয়ে তো সারাদিন ফাঁকাই পড়ে থাকে। প্লেন আসে-যায় ঘণ্টায় একবার। আমরা সারাদিন থাকব, সেবা দেব। আমাদের গতি নিয়ে তো কারও কোনো চিন্তা নাই, আমরা চাই, রানওয়ে ব্যবহার করে কাতার, দুবাই, মালয়েশিয়া পর্যন্ত যাত্রী নিয়ে যেতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এক চালক ইতিমধ্যেই তার অটোরিকশার সামনের দিকে প্লেনের নকল পাখা বসিয়ে রেখেছেন এবং নাম রেখেছেন Autobangla 747।
বিশেষজ্ঞদের ধারণা, যদি রানওয়ে খুলে দেওয়া হয়, তাহলে গাজীপুর পর্যন্ত পৌঁছাতে মাত্র ৫ মিনিট লাগবে এবং ঈদের আগে যারা বিমানের টিকিট পাননি, তারা বাংলার টেসলায় করেই বিদেশ পাড়ি দিতে পারবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে কিছুটা অবাক হলেও, পরে কনসিডার করার আশ্বাস দিয়েছে।
এক কর্মকর্তা বলেন, টেকঅফের আগে শুধু একটু বাতাস লাগবে, আর গতি তো তাদের এমনিতেই আছে। চিন্তা করছি, নতুন একটা টার্মিনাল বানিয়ে দেব—Auto Terminal।