ভারতের ছোটো পর্দার এক অমর চরিত্র, CID সিরিজের দয়াকে কে না চেনে! তার নাম শুনলেই কানে ভেসে আসে সেই বিখ্যাত সংলাপ—দয়া, দরজা ভেঙে ফেলো! তবে এবার আর শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও দরজা ভাঙার সাড়া ফেলেছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশে আলোচনায় থাকা এক ঘটনার সূত্র ধরে, লাইভে থাকা অবস্থায় এক মডেলকে ডিবির দরজা ভেঙে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে CID-এর দয়া এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে তিনি এবার CID ছাড়ার ঘোষণা দিয়েছেন। দয়া জানান, আমি তো এত বছর ধরে দরজা ভাঙছি পর্দায়। কিন্তু ডিবি তো বাস্তবেই যা অ্যাকশন দেখাল! এমন স্পিড, এমন থ্রিল, আমি মুগ্ধ। ভাবলাম, সারা জীবন যদি দরজা ভাঙা আমার শিল্প হয়, তবে ডিবির মতো জায়গায় গিয়ে সেটার মর্যাদা দেওয়া উচিত।
দয়া আরও জানান, তিনি ইতিমধ্যে ডিবির কাছে দরখাস্ত জমা দিয়েছেন ‘দরজা ভাঙা বিশেষজ্ঞ’ পদে। দরখাস্তে তিনি তার ২৫ বছরের দরজা ভাঙা অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন। আমি এমন দরজা ভেঙেছি, যেখানে হ্যান্ডেল ঘুরালেই খুলে যেত। তারপরও স্ক্রিপ্ট অনুযায়ী ভাঙতে হতো। এটা সহজ না! বলেন দয়া।
তবে বাংলাদেশের ডিবি এ বিষয়ে কী ভাবছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। অবিশ্বস্ত এক সূত্রে জানা গেছে, ডিবির তরফ থেকে দয়ার আবেদন নিয়ে ‘উচ্চপর্যায়ে আলোচনা’ চলছে এবং তারা ভাবছে বাংলাদেশে একটি নতুন ইউনিট খুলবে—ডিবি অ্যাকশন ইউনিট; দরজা স্কোয়াড। এখানে শুধু দরজা ভাঙা ও হ্যান্ডেল অকার্যকর করার কৌশল শেখানো হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দয়া একটি নতুন ভিডিও বার্তায় ডিবিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমার দরজা ভাঙার জীবন সফল করেছ তোমরা! জয় হোক দরজাবিদ্যার!