চোর-ডাকাতের ভয়ে দরজা-জানালা বন্ধ রাখতে বললেও, এবার বাড়িওয়ালা সমাজ বিবির আপ্যায়নে সবাইকে দরজা খোলা রাখার নির্দেশ দিয়েছেন। গত কিছুদিন ধরেই বাড়িওয়ালা পক্ষ থেকে ভাড়াটিয়ারা বিভিন্ন নোটিশের মাধ্যমে দরজা খোলা রাখার নির্দেশ পাচ্ছেন। এর পেছনের কারণ উদঘাটন করতে গিয়ে বেরিয়ে এসেছে—বিবি আপ্যায়ন।
গতকাল মিরপুরের এক বাড়িওয়ালার সঙ্গে কথা বলে জানা যায়, তার বাসায় প্রায়ই বিবি এসে দরজা ভেঙে যাকে-তাকে, যখন-তখন তুলে নিয়ে যায়। গত ছয় মাসে বিবির দরজা ভেঙে মানুষ নিয়ে যাওয়ার ঘটনায় বাড়িওয়ালাকে ছয়বার নতুন দরজা লাগাতে হয়েছে। তিনি জানান, ছয় মাসে যতটা ভাড়া ওঠে, তা দিয়েই আবার সার্ভিসিং করাতে হয়। লোহার দরজাও লাগিয়ে দেখেছি এক মাস, কোনো লাভ হয়নি। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি, কাউকে আর দরজাই লাগাতে দেব না।
চোর-ডাকাত এলে তো চুপচাপ চুরি করে চলে যাবে, আমার কোনো খরচ নেই। কিন্তু বিবি এলে তো সব খরচই আমার। তা ছাড়া বিবির আভা তো কেউ ঠেকাতে পারবে না, তাই আমি আমার জায়গা থেকে সতর্ক হলাম।
তার সঙ্গে কথা বলার পর ঘটনার সত্যতা জানতে আমরা ঢাকা শহরের তিনটি বাড়িতে সরেজমিনে গিয়েছিলাম। দেখা গেল, সবার দরজাই খোলা। এক বাড়ির সামনে গিয়ে দেখা গেল, সেখানে কোনো দরজাই নেই। কারণ জানতে চাইলে বাসার লোকজন জানালেন, দরজা যদি না থাকে, তাহলে খোলা রাখার চিন্তাও থাকবে না। তাই বিবির সুবিধার্থে আমরা এই সিদ্ধান্তে এসেছি।