এতদিন পর্যন্ত ছেলেদের ইদের জামা বলতেই বোঝাতো পাঞ্জাবি। শুধু ইদ কেন, ছেলেদের গরমে পাঞ্জাবি, শীতে পাঞ্জাবি, প্রেমে পাঞ্জাবি, দ্রোহে পাঞ্জাবি, জানাজায় পাঞ্জাবি, এমনকি, মুসলমানিতেও পাঞ্জাবি। অর্থাৎ, পুরুষের জীবন পাঞ্জাবিময়। মেয়েদের ইদ ফ্যাশন যদি সফট ড্রিংক, মিল্ক শেক, স্মুদি হয়-ছেলেদের ইদ ফ্যাশন হবে স্রেফ মিনারেল ওয়াটার।
তবে চমকপ্রদ ব্যাপার হলো ছেলেদের ইদ ফ্যাশনেও এবার লক্ষ্য করা গেছে বিশাল পরিবর্তন। এ বছর পুরুষদের ইদ ট্রেন্ডে গুরুত্ব পেয়েছে আর্থি টোন্স, অর্গানিক রং এবং সফট প্যাস্টেল টোন। পাঞ্জাবির নেকলাইনে দেখা যাচ্ছে জিওমেট্রিক ডিটেইল। সেই সাথে বিভিন্ন দোকান ঘুরে জানা গেল আরেকটি বৈচিত্র্যের ব্যাপারে। তা হলো, ছেলেদের ওড়না।
সাধারণত বিয়ের অনুষ্ঠান কিংবা দাওয়াতে ছেলেরা পাঞ্জাবির সাথে কন্ট্রাস্ট করে ওড়না পরতে ভালোবাসতেন। একটা ওড়না যেন পরিবর্তন করে দিত পুরো পাঞ্জাবির লুকটাই। তবে এবার বিয়ের অনুষ্ঠান বা বিশেষ প্রোগ্রাম ছাড়াই ছেলেরা ঝুঁকেছেন ওড়নার দিকে—এমনটাই জানিয়েছেন ওড়না বিশেষজ্ঞরা।
মালেক (৫৫) নামের এক ওড়না ব্যবসায়ী জানান, আগে ছেলেরা পাঞ্জাবির সাথে শুধু ওড়না পড়ত। এখন টি শার্ট, ফতুয়া, শার্ট, কাতুয়া, পোলো শার্ট, হাওয়াই শার্ট, স্যুট ইত্যাদির সাথেও পরছে। দেখতে মাশাআল্লাহ চমৎকার লাগছে। ব্যবসায়িক দিক তো আছেই...
ভদ্রলোকের সাথে কথা বলতেই দেখা হয়ে গেল বেশ কিছু ক্রেতার সাথে।
এর মধ্যে অর্ণব নামের এক যুবক এসেছে নেভি ব্লু কালার স্যুটের সাথে মিলিয়ে অরগাঞ্জা ওড়না কিনতে। প্রশ্নোত্তরে তিনি বলেন, ওড়নার প্রয়োজনীয়তা প্রত্যেকটি মানুষের জীবনেই অপরিসীম। এর গুরুত্ব ছেলেরা এতদিন অগ্রাহ্য করে এলেও এখন সময়ের প্রয়োজনেই আমাদের ওড়না বেছে নিতে হবে। আমার অবশ্য প্রেফারেন্স ছিল শিফনের ওড়না। তবে গার্লফ্রেন্ড বলল অরগাঞ্জা ওড়না দেখতে সুন্দর।