বাংলাদেশের সংগীত জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে ‘মব স্টুডিও’। দেশের সাম্প্রতিক মবজাস্টিস চর্চাকে সম্মান জানিয়ে এবার শুরু হচ্ছে এক নতুন সঙ্গীতযাত্রা, যেখানে গান হবে—কিন্তু তা শুধুই শাসন, উপদেশ আর আদেশের সুরে!
বিশেষ করে প্রথম গানটির শিরোনাম শুনলেই বোঝা যায়, এটি নারীর ‘কল্যাণে’ রচিত হয়েছে—ওড়না না পরিলে নারী বাহির হইয়ো না। গীতিকার, সুরকার, ও সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সমাজের স্বঘোষিত নীতিপরায়ণ ‘গার্ডিয়ান এঞ্জেল’ বাহিনী, যারা সর্বত্র নারীর চলাফেরা, পোশাক এবং নিশ্বাসের হার নিয়ন্ত্রণের মহান ব্রত নিয়ে কাজ করছেন।
গানটি প্রকাশের আগেই তুমুল সাড়া ফেলেছে। বিশেষ করে ফেসবুকের বিভিন্ন ‘নীতি রক্ষাকারী’ গ্রুপে এটি এখন টপ ট্রেন্ডিং। কেউ কেউ বলছেন, এটি সমাজ সংস্কারের পথে এক অনন্য উদ্যোগ! এর মধ্যে কিছু গায়ক-গায়িকাও নতুন এই প্ল্যাটফর্মে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে তারা মনে করছেন, ভবিষ্যতে আরও কিছু দরকারি উপদেশধর্মী গান হওয়া উচিত, যেমন—
বোরকা না পরিলে তুমি ভালো নারী নও
নারী তুমি ঘরে থাকো
রাত আটটার পরে মেয়েরা কেন বের হয়?
মব স্টুডিওর সাফল্যের পর প্রতিষ্ঠানটি ‘মব ফিল্মস’ নামে একটি সিনেমা প্রজেক্ট নিয়েও ভাবছে। প্রথম সিনেমার নাম হতে পারে—নারী তুমি পুরুষের দাসী! যেখানে দেখানো হবে, কীভাবে একজন আদর্শ নারী সমাজের নিয়ম মেনে চললে প্রশংসা পায় এবং না চললে মব জাস্টিসের শিকার হয়। এছাড়াও শোনা যাচ্ছে, মব ইউনিভার্সিটি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালুর পরিকল্পনা চলছে, যেখানে রাখা হবে, শালীনতার তত্ত্ব, নারীর দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কোর্স!