অর্ণবকে ওড়না বিষয়ক উপদেষ্টা নিয়োগের দাবি

৪১০ পঠিত ... ১৬:৩৭, মার্চ ০৬, ২০২৫

25

সদ্য বিখ্যাত হওয়া নৈতিক শিক্ষাবিদ, স্বঘোষিত মোরাল পুলিশ এবং জামিনপ্রাপ্ত ‘ফ্যাশন ইনফ্লুয়েন্সার’ মোস্তফা আসিফ অর্ণবকে, ওড়না বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। নারীদের পোশাক নিয়ে তার এমন চুলচেরা বিশ্লেষণ দেখে বিশেষ-অজ্ঞরা বলেছেন, অর্ণবের অগাধ পোশাকবিষয়ক জ্ঞান এবং নারীদের পরিধান বিষয়ে তার অব্যর্থ বিশ্লেষণ ক্ষমতা এতটাই উন্নত যে, তিনি নারীদের পোশাক সম্পর্কে নারীদের চেয়েও ভালো জানেন!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নারী শিক্ষার্থীর ‘অপরাধ’ ছিল—তিনি নিজের ইচ্ছামতো পোশাক পরেছিলেন।  অর্ণব, সমাজসংস্কারক হিসেবে, তা কীভাবে মেনে নেন? ফলে তিনি যথাযোগ্য ‘নৈতিক দায়িত্ব’ পালন করে শিক্ষার্থীকে শাসন করেছিলেন। কিন্তু অকৃতজ্ঞ সমাজ তাকে গ্রেফতার করেছিল! তবে ন্যায়বিচারের জয় হয় সবসময়। গ্রেফতাদের সাথে সাথেই এই মোরাল পুলিশ কাম ইভটিজাররের মুক্তির দাবিতে থানায় জমায়েত শুরু করে একদল লোক। পরে শাহবাগী বিরিয়ানি খেয়ে তারা সকালে ফিরে গেলেও মুক্তির পর অর্ণবকে ‘নায়কের’ মতো বরণ করে নেন, গলায় পরিয়ে দেন মালা। অনেকে বিষয়টি নেতিবাচকভাবে দেখলেও অর্ণব ফ্যানবয়দের দাবি দুধরাজ অর্ণব নারী হেনস্তাকে নিয়েছেন শিল্পের পর্যায়ে, এতটুকু সম্মান তার প্রাপ্য।

অন্যদিকে ওড়না বিষয়ক জ্ঞানচর্চায় তার যে অসীম আগ্রহ, তাতে অনেকেই বলছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘অর্ণবীয় ড্রেসকোড’ চালু করা উচিত।

সমাজের একাংশের দাবি, সরকার যেন দ্রুত তাকে ‘জাতীয় ওড়না উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেয়। তার কাজ হবে:

*নারীদের কী পোশাক পরা উচিত, তার নির্দিষ্ট ম্যানুয়াল তৈরি করা।

*ওড়নার দৈর্ঘ্য, প্রস্থ এবং রঙ নিয়ে গবেষণা করে স্ট্যান্ডার্ড গাইডলাইন নির্ধারণ।

*নারীর পোশাকে পুরুষের মনোযোগ কীভাবে সংযত রাখা যায়? বিষয়ে সেমিনার আয়োজন।

একদল উচ্ছ্বসিত সমর্থক ইতিমধ্যে ‘ওড়না মন্ত্রণালয়’ গঠনেরও দাবি তুলেছেন! তাদের মতে, দেশে যখন ‘কৃষি মন্ত্রণালয়’ ও ‘পরিবেশ মন্ত্রণালয়’ থাকতে পারে, তখন নারীর পোশাক নিয়ন্ত্রণের জন্য একটি আলাদা মন্ত্রণালয় থাকাই উচিত। এবং সেটির প্রথম মন্ত্রী/ উপদেষ্টা হওয়া উচিত অর্ণবের!  

৪১০ পঠিত ... ১৬:৩৭, মার্চ ০৬, ২০২৫

Top