পুলিশে নিজেদের জন্য আলাদা বিভাগ চায় রাস্তার মোরাল পুলিশরা

৬০ পঠিত ... ১৫:৫০, মার্চ ০৬, ২০২৫

10

রাস্তাঘাটে নৈতিক শুদ্ধি অভিযান চালানো স্বঘোষিত মোরাল পুলিশরা এবার নিজেরাই পুলিশের অধীনে একটি স্বতন্ত্র বিভাগ চেয়েছে। এ ব্যাপারে তাদের একজনের যুক্তি, আমরা যখন বিনা বেতনে এতদিন ধরে সমাজ সংস্কারের দায়িত্ব পালন করে আসছি, তখন আমাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া উচিত। প্রতিদিনের মতো আজও ঢাকার এক ব্যস্ত মোড়ে কয়েকজন তরুণীকে থামিয়ে তাদের পোশাকের যথার্থতা বিশ্লেষণ করছিলেন এই মোরাল পুলিশরা। একপর্যায়ে, সমাজের ‘অবক্ষয়’ ঠেকাতে তাদের অবদানের কথা তুলে ধরে দাবি জানান, সরকার যেন দ্রুত তাদের জন্য একটি ‘নৈতিক তদারকি ও ফ্যাশন পরামর্শ’ বিভাগ চালু করে।

একজন স্বনামধন্য মোরাল পুলিশ (যিনি নিজেকে ‘নৈতিক ত্রাণকর্তা’ নামে পরিচয় দেন) জানান, আমরা রাস্তার ছায়া প্রশাসন। আমরা যেভাবে চাইব সেভাবেই মানুষের ড্রেস পরতে হবে চলতে হবে। স্বৈরাচারের আমলে আমাদের এসব স্বৈরাচারিতা বন্ধ ছিল, এখন মন ভরে এসব করতে পারছি, বলতে পারেন এখন এগুলো আমাদের মৌলিক অধিকার! তিনি আরও বলেন, আমাদের কঠোর পরিশ্রমের ফলেই আজ দেশে কিছুটা হলেও মেয়েরা ভয়ে আছে। কিন্তু পুলিশের ইউনিফর্ম থাকলে আমাদের থাকবে না কেন? আমরা কি শুধু মুখের কথায় মোরাল পুলিশ থাকব? এছাড়া আরেক মোরাল পুলিশ দাবি করেন শুধু তাদেরই মামলা করার ক্ষমতা থাকতে হবে, তাদের বিরুদ্ধে কেউ যাতে মামলা না করতে পারে এমন আইন করতে হবে।

মোরাল পুলিশের আরেকজন সদস্য জানান, আমরা যখন জনগণের পোশাক ঠিক করে দিচ্ছি, তখন আমাদের নিজেদের জন্যও নির্দিষ্ট পোশাক থাকা দরকার। আমি প্রস্তাব করছি, আমাদের জন্য ধুতি-পাঞ্জাবি বা অন্তত ন্যূনতম শালীন পোশাক বাধ্যতামূলক করা হোক। তবে মোরাল পুলিশের এই দাবি নিয়ে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন, এটি স্রেফ একটি নতুন ধরনের পাবলিসিটি স্টান্ট। এক পথচারী হাসতে হাসতে বলেন, আরে ভাই, ওদের জন্য আলাদা বিভাগ লাগবে না, আলাদা হাসপাতাল লাগবে।

৬০ পঠিত ... ১৫:৫০, মার্চ ০৬, ২০২৫

Top