কবে কাকে কোন চাপা মেরেছেন; প্রয়োজনের সময় মনে করানোর জন্য লঞ্চ হচ্ছে 'চ্যাপস'

৫৬ পঠিত ... ১৭:০৩, নভেম্বর ০৯, ২০২৪

1

চাপা মারা তো আমাদের প্রাত্যহিক জীবনেরই অংশ। অনেকে ১০০ টাকা দিয়ে কক্সবাজার ঘুরে আসেন, কেউবা একসাথে চারজন প্রেমিকা নিয়ে দিব্যি চাপা মারেন। কেউ নিজের মামাকে সচিবালয়ে বসিয়ে, আবার কেউ বিলাসবহুল বুগাটি গাড়ি নিয়ে ফেলে রাখেন ঢাকার অলিগলিতে। প্রভাবশালী চাপাবাজেরা এইভাবে চাপার জোরে হয়ে যান শত শত মানুষের ক্রাশ।

বন্ধুদের আড্ডায় কিংবা সিনিয়র-জুনিয়রদের সাথে চাপা দিয়ে ধরা খাননি, এমন মানুষ কমই আছে। সম্প্রতি eআরকির এক প্রতিবেদক জনপ্রিয় এক চাপাবাজের সাক্ষাৎকার নিতে চাইলে সেই চাপাবাজ জানান, এই মুহূর্তে আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছি। তবে এই কথায় কাজ হয়নি মোটেও। আমাদের প্রতিবেদক আসলে ডোনাল্ড ট্রাম্পকে অনলাইনে রেখেই চাপাবাজ ব্যক্তিকে ফোন করেছিলেন, এ কারণেই চাপাবাজের চাপা ধরা পরে যায়। চাপাবাজেরও মৃদু আক্ষেপ, কাকে কোন চাপা মারি, সেটা তো আর মনে থাকে না।

চাপাবাজদের এমন স্মৃতিভ্রষ্ট অবস্থা দেখে দেশের এক সফটওয়্যার কোম্পানি লঞ্চ করছে ‘চ্যাপস’ নামের এক বিশেষ অ্যাপ। এই অ্যাপটি চাপাবাজদের মিথ্যা কথাগুলো ডিটেক্ট করে সংরক্ষণ করবে। ফলে, দিনের শেষে ঘুমানোর আগে একবার অ্যাপটি খুলে তাকালেই সহজে স্মরণ করতে পারবেন, আজ কাকে কোন চাপা দিয়েছেন।

চ্যাপস অ্যাপের ডেভেলপার টিমের এক সদস্য জানান, চাপাবাজদের অবস্থা এমন যে, বিভিন্ন মানুষকে বিভিন্ন চাপা দিয়ে দিনশেষে ভুলে যান কাকে কী বলেছেন। এতে তারা প্রায়ই ধরা খেয়ে মানসম্মান হারাচ্ছেন। অ্যাপটি চাপাবাজদের এই সমস্যা মেটাতে সাহায্য করবে। বিশেষ সুবিধা হিসেবে প্রিমিয়াম ভার্সনে থাকবে রিয়েল-টাইম চাপা ডিটেকশন ফিচার। কেউ যদি এক বিষয়ে ভিন্ন ভিন্ন চাপা দিতে যান, তখনই অ্যাপ নোটিফিকেশন দিয়ে তাকে চাপা থামাতে বলবে।

চাপাবাজদের মধ্যে চ্যাপস নিয়ে বেশ উন্মাদনা দেখা দিয়েছে। অনেকেই দাবি করেছেন, অ্যাপের সহায়তায় চাপার শিল্পকে আরও উন্নত করে তারা বন্ধুদের নিয়ে হাওয়াই দ্বীপে ঘুরতে যাবেন।

 

৫৬ পঠিত ... ১৭:০৩, নভেম্বর ০৯, ২০২৪

Top