ডিসেম্বরের শহরে গানের সেপ্টেম্বর ভার্সন চান এক্সট্রা অ্যাস্থেটিক পিপলরা

৭১ পঠিত ... ১৬:২২, সেপ্টেম্বর ২৮, ২০২৪

3

ডিসেম্বর মাসে শীত, পিঠা, প্রেম এসবের পাশাপাশি জনপ্রিয়তার একদম উপরের স্তরে থাকে, ডিসেম্বরের শহরে গান। ডিসেম্বর মাসে এই গানই অ্যাস্থেটিক পিপলদের জাতীয় সংগীত। তাদের সোশ্যাল সাইটের স্টোরি, ফোনের প্লে লিস্ট এমনকি ফোনের রিং-টোন জুড়েও থাকে শুধুমাত্র ডিসেম্বরের শহরে। এবার এখনও ডিসেম্বর আসতে অনেক দেরি। কিন্তু, নিয়ম না মেনে ডিসেম্বরের আবহাওয়া, ডিসেম্বরের প্রেম এমনকি ডিসেম্বরের ঘ্রাণও চলে এসেছে বাতাসে। মাস ছাড়া মাসের সবকিছুর এমন আনাগোনা খুবই ঝামেলায় ফেলে দিয়েছে পৃথিবীর এক্সটা অ্যাস্থেটিক পিপলদের। তাই তাদের দাবি, এই সেপ্টেম্বর মাসকেও কেন্দ্র করে যেন ডিসেম্বরের শহরে গানের ভার্সন হয়।  

এমনই এক এক্সট্রা অ্যাস্থেটিক পিপল (AAS) আমাদের জানালেন, বাইরে শীত শীত আবহাওয়া, আকাশে রোদ আসে তো আসে না, মন খারাপের একটা জমাট পাহাড় বুকের ভেতর অথচ মাসটা সেপ্টেম্বর! এমন একটা মাসে, এমন অনুভূতি জেগে উঠবে এটা একদমই অকল্পনীয়। কিন্তু, নিজেদের ভেতরের অ্যাস্থেটিক মনোভাবটাকেও তো ফেলে দিতে পারছি না। এই সেপ্টেম্বরকে আমরা উদযাপন করছি ডিসেম্বরের মতো করেই, শুধু গান নিয়ে ঝামেলা হচ্ছে। সেপ্টেম্বরে তো আর ডিসেম্বরের শহরে গান বাজানো যায় না। তাই আমরা এই গানের একটা ব্যবস্থা চাই। 

আরেকজন জানালেন, নতুন গান না আসলেও সমস্যা নেই। ডিসেম্বর কেটে সেপ্টেম্বর করে দিলেও তারা খুশি হবেন। তবে, আবার কখন কোন মাসের এমন মুড সুইং হয় বলা যায় না, তাই আমাদের দাবি থাকবে প্রতিটা মাসের নামকে কেন্দ্র করেই গানটা গেয়ে ফেলা হোক। আমরা তাহলে চিন্তামুক্ত!

৭১ পঠিত ... ১৬:২২, সেপ্টেম্বর ২৮, ২০২৪

Top