ঢাকায় গাড়ির হর্ন ভয়াবহ আকার ধারন করেছে, এবং এর বেশিরভাগই অপ্রয়োজনীয় হর্ন। এই কুৎসিত অত্যাচার বন্ধের একমাত্র উপায়, চালকেরা যদি নিজেরা বোঝেন যে অকারণ হর্ন দিয়ে সবার ক্ষতি ছাড়া কারো কোন উপকার নেই। যে কোন সমস্যা সমাধানে আগে প্রয়োজন সেটা যে আসলে একটা 'সমস্যা' সেটা সবাইকে বোঝানো। কার্টুনিস্ট হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে মেহেদী হক ডিজাইন করে ফেলেন অপ্রয়োজনীয় হর্নবিরোধী কিছু স্টিকার। আঁকক অর্থাৎ আর্টিস্টদের গ্রুপ আকান্তিস-এ তিনি এগুলো পোস্ট করে ডিজাইনগুলো প্রিন্ট করে বা অন্য কোনভাবে চালকদের দৃষ্টিগোচর করার জন্যে সবার মনোযোগ আকর্ষণ করেন। নিরক্ষর ড্রাইভারদের জন্যে হতে পারে সংলাপবিহীন ডিজাইনও।স্টিকারে ব্যবহৃত দুটি ছড়ার লিখেছেন ছড়াকার রোমেন রায়হান।
১#

২#
৩#
৪#
৫#
*যদি আপনিও আঁকতে পারেন, ডিজাইন করতে পারেন, ছড়া লিখতে পারেন বা হয়ে থাকেন দারুণ আইডিয়াবাজ, বানিয়ে ফেলুন এমনই কিছু স্টিকার, শ্লোগান, ছড়া বা অপ্রয়োজনীয় হর্নবিরোধী সচেতনতা তৈরিতে কার্যকর যে কোনো কিছু। পোস্ট করতে পারেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে, অথবা পাঠাতে পারেন eআরকির ফেসবুক পেজ কিংবা মেইলেও। হর্নবিরোধী আঁকা, স্টিকার, ডিজাইন, শ্লোগান কিংবা ছড়াগুলো পোস্ট করা হবে eআরকিতে।