নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহমুদের পরবর্তী দিনগুলি যেমন যেতে পারে

৪১৪ পঠিত ... ১৬:৩৩, মে ০৬, ২০২৫

5

লেখা: মাহাদী হাসান

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন আসিফ মাহমুদ। কেমন যাবে তার বাকি দিনগুলো? কোনো রোডম্যাপ আছে? না থাকলেই কী! আমি করে দিচ্ছি।

১#

রেজিস্ট্রার ভবনের সিঁড়িতে অতি রূপসী সহপাঠীর সাথে ধাক্কা লেগে রূপসীর হাতের ডায়েরি নিচে পরে যাওয়া এবং সেটা তুলতে গিয়ে দুজনের চোখাচোখি হওয়া!

২#

নবীন বরণ অনুষ্ঠানে কাকতালীয়ভাবে সেই রূপসী সহপাঠীর সাথে একই স্টেজে পারফর্ম করা!

৩#

ব্যাকবেঞ্চার বখাটে ইভটিজার সহপাঠীদের হাত থেকে ক্যাম্পাসে সেই রূপসীকে নিরাপত্তা দেওয়া!

৪#

আলফা মেল আসিফকে তার প্রেমে ফেলতে বান্ধবীদের সাথে সেই রূপসীর বাজি ধরা!

৫#

বান্ধবীদের সাথে বাজিতে প্রায় হেরে যাওয়ার মুহূর্তে সেই রূপসীর আসিফের প্রেম না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফ দেওয়া!

৬#

আলফা মেল আসিফ সুপারম্যানের মতো এন্ট্রি নিয়ে রূপসীকে মাটিতে পরার আগেই নিজ বাহুতে ধরে ফেলা!

৭#

এরপর দুজনের মধ্যে সত্যিকারের প্রণয় হওয়া!

৮#

দীর্ঘদিন প্রণয়ের পর রূপসীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া এবং তার আওয়ামীলীগার বাবার কাছে অপমান অপদস্ত হওয়া!

৯#

অপমান সইতে না পেরে ক্যাম্পাসের সেই ব্যাকবেঞ্চার বখাটে ইভটিজারদের সাথে মেলামেশা ও অ্যাডিক্টেড হওয়া!

জীবন কোনো বাংলা সিনেমা নয় যে আসিফ সেই রূপসীর যুবলীগার বড়ভাই এবং ছাত্রলীগার ছোটোভাইয়ের সাথে ঢিসুমঢুসুম করে, শত বাধাবিপত্তি পেরিয়ে রূপসীর সাথে ঘর বাঁধতে পারবে!

৪১৪ পঠিত ... ১৬:৩৩, মে ০৬, ২০২৫

Top