রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমির সাহেব আরও যেসব সিদ্ধান্ত নিতে পারেন

৬৭৫ পঠিত ... ১৬:২৩, মার্চ ০১, ২০২৫

2

চলে আসলো রমজান। রমজান উপলক্ষে দেশবাসীর উদ্দেশে একটা মেসেজ ড্রপ করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে দিনের বেলায় খাবারের দোকান বন্ধের ব্যবস্থা নিতে। শুধু একটা সিদ্ধান্ত নিলে হবে? রমজানের পবিত্রতা রক্ষায় আরও যেসব সিদ্ধান্ত নিতে পারেন তিনি—

১#

দিনের বেলায় যাতে কেউ খাওয়া-দাওয়া করতে না পারে, সেজন্য দেশের প্রতিটি ঘরে ঘরে একজন করে শিবির নেতা ও জামায়াত নেতার পাহারা বসাতে পারেন। তাদের কাজ হবে—কাউকে খেতে দেখলেই গলার মধ্যে আঙুল ঢুকিয়ে খাবার বের করে নিয়ে আসা।

২#

রমজানের পবিত্রতা রক্ষা করতে হলে শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মালম্বীদেরও অবশ্যই অন্তত আধাবেলা রোজা রাখা বাধ্যতামূলক করা উচিত। এতে রোজার মাহাত্ম্য আরও বেশি ছড়িয়ে পড়বে।

৩#

রমজানের পবিত্রতা নিশ্চিত করতে হলে টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে ইফতারির আগে সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। শুধুমাত্র গম্ভীর ধর্মীয় আলোচনা, তাকওয়া বাড়ানোর ওয়াজ এবং ‘যারা রোজা রাখে না, তাদের ভয়ঙ্কর পরিণতি’ টাইপ কন্টেন্ট সম্প্রচার করতে হবে।

৪#

রমজান মাসে কেউ লুকিয়ে খাচ্ছে কিনা তা নিশ্চিত করতে প্রতিটি পাড়ায়-পাড়ায় ‘রমজান গোয়েন্দা বাহিনী’ (রগোবা) গঠন করা হবে। তারা বাড়ির রান্নাঘর, ফ্রিজ, এমনকি বাথরুমের শাওয়ারের নিচেও তল্লাশি চালাবে। কেউ যদি অস্বাভাবিক স্বস্তির নিশ্বাস ফেলে, তাহলে নিশ্চিত হতে হবে সে গোপনে পানি খেয়েছে!

৫#

রমজানের পবিত্রতা ঠিক রাখতে রাস্তায় বের হওয়ার আগে মুসলমান ও অমুসলিম সবার মুখের গন্ধ চেক করা হবে। গন্ধে যদি ইফতারি বা ভোররাতের কোনো খাবারের চিহ্ন পাওয়া যায়, তাহলে তাকে ‘সন্দেহজনক’ ঘোষণা করে চৌকিতে ধরে নিয়ে যাওয়া হবে এবং ইফতার পর্যন্ত ওয়াজ শুনিয়ে শাস্তি দেওয়া হবে!

৬৭৫ পঠিত ... ১৬:২৩, মার্চ ০১, ২০২৫

Top