বাম হাতে লিখি বলে ছোটবেলায় অনেকেই বলত, আমার নাকি সামনে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে!
কথাটাকে রসিকতা হিসেবেই নিতাম। তবে এখন যা আলামত দেখতেছি, ঘটনা ঘটে যাইতে পারে।
আপনারাই বলেন, সম্ভাবনা যদি না-ই থাকবে, তাহলে কেন আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নিজের এত মিল খুঁজে পাব, এভাবে রিলেট করব!
ট্রাম্প সম্প্রতি বলছেন, ইরানে হামলা করতেও পারি, আবার নাও করতে পারি।
Us bro, us... জীবনটা আমিও এমন 'দেখি যা ভালো মনে করি' মুডেই কাটায় দিচ্ছি। দেখা করতে পারি, আবার নাও পারি। লিখতে পারি, আবার নাও পারি। যেতে পারি, আবার নাও পারি...
এছাড়াও ট্রাম্প বলছেন, 'আমি কী করব, সেটা কেউ জানে না...
সেম ব্রো, সেম। আমি যে কী করব, কেউ তো জানেই না, সামটাইমস আমি নিজেও জানি না। বিকালে মনে হয় বাসায় ফিরে লেখালেখি করব। কিন্তু শেষমেশ রিলস দেখেই রাত কাটায় দেই। সকালে ভাবি যে মন দিয়ে কাজ করব, অথচ ইউটিউবেই দিন পার করে ফেলি!
অনেকেই হালকাভাবে নিতে পারেন, তবে লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে! আম্রিকার প্রেসিডেন্ট হয়েই যাইতে পারি। আবার নাও হইতে পারি। আসলে আমি যে কী হব, আমি নিজেও জানি না...
পাঠকের মন্তব্য