ঢাবির মাঠে খেলতে আসা কিশোরদের ব্যায়াম করালেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা

পঠিত ... ১ ঘন্টা ৫৪ মিনিট আগে

1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রতিদিনের মতোই খেলাধুলা করতে আসা কিশোররা হঠাৎ করেই এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ফুটবল, ক্রিকেট আর দৌড়ঝাঁপ বাদ দিয়ে এবার তাদের দিন শুরু হচ্ছে কান ধরে উঠবস দিয়ে। আর এই অভিনব ‘ফিটনেস উদ্যোগ’-এর উদ্যোক্তা ডাকসুর সম্মানিত সদস্য সর্বমিত্র চাকমা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের এক পাশে সারি সারি কিশোর, সামনে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন সর্বমিত্র চাকমা নিজে। বিষয়টি নিয়ে কৌতূহল বাড়লে জানা যায়, সম্প্রতি তিনি একটি ভ্রাম্যমান জিম চালু করেছেন। জিমটির বিশেষত্ব হলো এখানে কোনো ট্রেডমিল নেই, ডাম্বেল নেই, এমনকি জাম্পিং জ্যাকও নেই। আছে শুধু একটাই ব্যায়াম, কান ধরে উঠবস।

তবে মাঠে উপস্থিত অনেকেই বিষয়টিকে ব্যায়ামের নামে কান ধরে উঠবস করানো বলে সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে সর্বমিত্র চাকমা আরও বলেন, সমালোচকরা আধুনিক ফিটনেস বোঝে না। এই ব্যায়ামটা করলে হাঁটু, কান, মাথা সব একসাথে কাজ করে। ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে এই ব্যালান্স দরকার। পাশাপাশি তিনি আরও বলেন এই ব্যায়ামে ফিটনেস, শৃঙ্খলা আর নৈতিক শিক্ষা তিনটাই একসাথে পাওয়া যায়। দেশে ফিটনেস নয়, অনুশাসনের চরম অভাব। আমি শুধু সেই ঘাটতিটাই পূরণ করছি।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, খুব শিগগিরই এই ভ্রাম্যমান জিম ঢাবির বাইরেও সম্প্রসারণ করা হবে। পরিকল্পনায় রয়েছে এলাকার চায়ের দোকান, বাসস্ট্যান্ড এবং কোচিং সেন্টারের সামনে নিজের ভ্রাম্যমান জিম নিয়ে হঠাৎ হাজির হবেন সর্বমিত্র ব্রো, তারপর সেখানে গণ-উঠবস সেশন চালাবেন নিয়মিত। তার গণ-উঠবস সেশনের কেউ বিরোধিতা করলেই তাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে একটি ব্যাজও দেওয়া হবে।

পঠিত ... ১ ঘন্টা ৫৪ মিনিট আগে

Top