মাংসের বড় টুকরা খেয়ে ফেলায় মাকে মা দিবসের শুভেচ্ছা জানাতে নারাজ

৫৫৮৫ পঠিত ... ১৮:০১, মে ১২, ২০২৪

2 (1)

আজ মহান মা দিবস। সবাই সবার মাকে মা দিবসের শুভেচ্ছা জানালেও শুভেচ্ছা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন গুলশানের মাহাদি নামের এক যুবক। মায়ের বিরুদ্ধে মাংসের বড় টুকরা খেয়ে ফেলার অভিযোগ এনে তিনি এমন সিদ্ধান্তের কথা জানান।

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে মাহাদি বলেন, সব মায়েরা দেখি মাংসের বড় টুকরাটা, রানটা, মাছের মাথাটা সন্তানকে দেয়। নিজে হাড্ডি খায়, পাতিলের তলার গ্রেভি খায়, মাছের লেজটা খায়। কিন্তু আমার মা উল্টো। সে নিজে বড় বড় মাছের টুকরা, মাংসের টুকরা খেয়ে ফেলে। আমি যে ফেসবুকে ছবি দিয়ে লিখব—সারাজীবন আমাকে মাছের বড় টুকরাটা দেয়ার জন্য তোমাকে মা দিবসের শুভেচ্ছা মা। এই সুযোগটা পর্যন্ত নাই।

মায়ের ওপর ক্ষোভ প্রকাশ করে মাহাদি আরও বলেন, এটা কোন ধরনের মা? মা দিবসের কথা কি তার একবারও মনে নাই? লেজ খায় না, হাড্ডি খায় না, পাতিলের তলায় পড়ে থাকা ভাত খায় না। খুবই আশ্চর্য লাগে! এটা আসলেই কেমন মা?

আপনাদের বাসায় কি ভাতের, মাছের, মাংসের অভাব? আমাদের এমন এক প্রশ্নে মাহাদি বলেন, অভাব নাই। ভাত মাছ তো থাকে! এরপরও, সে তো মা। থাকলেও সে কেন বড় টুকরা খাবে? আমাদের পাতে তুলে দেবে না? আরে ভাই, মা দিবসের ইমোশন বলেও তো একটা কথা আছে।

 

 

৫৫৮৫ পঠিত ... ১৮:০১, মে ১২, ২০২৪

Top