স্টার জলসা দেখার জন্য চাঁদা তুলে সরকারকে দিচ্ছে 'আন্টি পরিষদ'

৪৩৭ পঠিত ... ১৭:৩৭, অক্টোবর ০২, ২০২১

star jolsha chada

১ অক্টোবর থেকে দেশে বিজ্ঞাপনসহ কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না— এমন এক নির্দেশ এসেছে। সরকারের ভাষ্যমতে, বিজ্ঞাপনসহ চ্যানেলের সম্প্রচার দেশের জন্য ক্ষতির কারণ হচ্ছে।

এ ঘটনায় মুষড়ে পড়েছে বাংলাদেশে অবস্থিত ‘স্টার জলসা আন্টি পরিষদ’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবারের অন্যান্য সদস্যরা জানান, মা/আপু/বউ সমাজ চরম হতাশায় মুষড়ে পড়েছে। স্কুল প্রাঙ্গন আন্টিদের গল্প-কথায় আর আগের মত মুখরিত হচ্ছে না বলে জানিয়েছেন স্কুল কমিটি।

এ ব্যাপারে লুনা (৩৫) নামের এক ভদ্রমহিলা জানান, 'খুব কষ্টে আছি। ‘মোহর’ আর ‘ফেলনা’ আমার সবচেয়ে পছন্দের সিরিয়াল। ব্যানার্জি বাড়িতে কে আগে পৌঁছাবে, আসল ফেলনা নাকি নকল— সেটা আর জানতেই পারলাম না। ফেসবুকে ইন্ডিয়ান ফ্রেন্ড বানাচ্ছি। উনাদের কাছ থেকে আপডেট নিবো.... ফ্রেন্ড রিকুয়েষ্ট না এক্সেপ্ট করলে নিজেই ইন্ডিয়া চলে যাবো...'

এদিকে চরম ক্ষেপে গেছেন কেউ কেউ। জেসমিন আক্তার (৩৯) নামের এক মহিলা জানান, 'এইসব *দি না। Government is of the people, for the people, by the people. জনপ্রতি মাসে ৫০০ টাকা আমরা সরকারকে দিবো। তখন আশা করি লস হবে না।'

এ সময় পাশ থেকে একজন আন্টি অনুরোধ জানান, 'অন্যগুলো বাদ দেন, কিন্তু প্লিজ স্টার জলসাটা দিয়েন।'

এদিকে ‘আদালত’ ও 'CID’- এর প্রচার বন্ধ হয়ে যাওয়ায়ও একটু বিষণ্ণ বাংলাদেশ পুলিশ। মনির (২৩) নামের এক কনস্টেবল eআরকিকে জানান, 'এসিপি প্রদ্যুমান আর দয়া স্যার আমার আইডল। বাসায় উনাদের ছবি বড় করে বাঁধিয়ে রেখেছি। উনাদেরকে দেখেই এই লাইনে আসলাম। এখন CID দেখা বন্ধ হয়ে গেলে আমাকে চাকরিও ছেড়ে দিতে হবে...'

এদিকে লতিফ (৫০) নামের এক গৃহকর্তা তার দুঃখের কথা লিখে eআরকি মারফত সরকার বরাবর এক চিঠি লিখেছেন। তিনি লেখেন-

'আমার স্ত্রীর মুড সুইংয়ের জন্য বাসায় থাকা সম্ভব হচ্ছে না। স্টার জলসা দেখতে না পারায় বাসায় দুইদিন যাবত রান্নাবান্না বন্ধ। সে কালো শাড়ি পড়ে শোক যাপন করছে। আমার দুটো বাচ্চা না খেয়ে আছে। প্লিজ, আপনারা আমাদেরকে ভাতে মারবেন না....স্টার জলসা চালু করুন...'

৪৩৭ পঠিত ... ১৭:৩৭, অক্টোবর ০২, ২০২১

Top