লকডাউন শিথিল হওয়ায় তাড়াহুড়ো করতে গিয়ে প্যান্ট ছাড়াই বাইরে বেরোলেন কাকরাইলের মজিদ

৭১২ পঠিত ... ১৬:৩৪, জুলাই ১৫, ২০২১

tarahura pant shithil

আজ বিজয় সরণি মোড়ে প্যান্ট/পাজামাবিহীন পাঞ্জাবি পরা অবস্থায় দেখা যায় কাকরাইলের বাসিন্দা মজিদকে। এমন উদ্ভট পোষাকে হাটাচলা করতে দেখে আশেপাশের পিচ্ছিরা প্রথমে এলাকায় নতুন পাগল ভেবে ঢিল, পাটকেল ছুড়ে। এক পর্যায়ে এলাকার পুরোনো পাগলরাও ক্ষেপে যায় মজিদের উপর। অন্য এলাকার পাগলদের গুপ্তচর সন্দেহে কয়েকদফা মারধোরের শিকারও হন মজিদ। এরপর মজিদকে উদ্ধার করে থানায় নেয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আজকে লকডাউন শিথিলের প্রথমদিনে অতি উত্তেজনায় বাইরে আসার সময় প্যান্ট পরতে ভুলে যান তিনি।

মজিদের সাথে কথা বললে তিনি জানান, 'লকডাউন শিথিলের ঘোষণার পর থেকে অপেক্ষা করছিলাম। কখন বের হবো। অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে ছিলো। ফার্মগেটের পান দোকান শফিকের কাছ থেকে পান, এলিফ্যান্ট রোড়ের রুহুলের কাছ থেকে সিগারেট খাওয়া, কাজীপাড়ায় দাঁড়িয়ে কিছুক্ষণ রাস্তা খোড়া দেখা, ইব্রাহীমপুরে নতুন ক্রাশের বাসায় সামনের কিছুক্ষণ ফুটপাতে বসে থাকার পরিকল্পনা আগেই করা ছিলো। এইসব তাড়াহুড়োতেই আসলে প্যান্টের কথা ভুলে যাই।'

মার খেলেও তেমন অপমান না হওয়া, ইজ্জত না হারানোসহ অনেক কারণেই নিজেকে ভাগ্যবান মনে করছেন মজিদ। থানায় থাকা অবস্থায় তিনি বলেন, 'বুদ্ধি কইরা পাঞ্জাবি পরছিলাম বলে রক্ষা। যদি শার্ট বা টি-শার্ট পরতাম তাইলে একদম মান-ইজ্জত গেছিলো।'

এই সময়ে লকডাউন শেষে গুরুত্বপূর্ণ কাজ করতে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় সবাইকে পাঞ্জাবি পরার পরামর্শ দেন মজিদ।

৭১২ পঠিত ... ১৬:৩৪, জুলাই ১৫, ২০২১

Top