বরিশাল এখন নতুন বান্দরবান, নাম বদলে 'বদলিশাল' করার দাবী

৫৪৫ পঠিত ... ১২:০১, এপ্রিল ২৪, ২০২১

Badlishal

ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। রাজধানীর এলিফেন্ট রোডে চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চাওয়ায় পুলিশের সাথে বাকবিতন্ডার সময় তিনি দায়িত্বরত ছিলেন।

এর আগে কুষ্টিয়ার এএসপি-কে দুর্নীতির অভিযোগে বরিশাল বদলি করা হয়। গত বৃহস্পতিবার বগুড়ায় ফেন্সিডিল জব্দ করে ৮৮ বোতল উধাও করে দেয়ার ঘটনায়ও পুলিশ কর্মকর্তাকে বরিশাল বদলি করা হয়েছে।

সবার বদলি যেহেতু বরিশালেই হচ্ছে তাই এর নাম বদলে বদলিশাল রাখার আবেদন জানিয়েছেন ফেসবুকের বদলিবিশেষজ্ঞগণ। ছন্দে ছন্দে তারা বলেন, 'করলে আকাম একই হাল, বদলি হবা বরিশাল...সময়ের প্রয়োজনে চন্দ্রদ্বীপ থেকে বরিশাল নামকরণ করা হয়েছিল, এখন আবার পরিস্থিতির প্রয়োজনে বরিশালকে বদলিশাল নামকরণ করাই যায়।'

সবার বদলি বরিশাল হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছে বান্দরবান। সেখানকার একজন বলেন, 'আগে বেশিরভাগ সরকারি কর্মকর্তাকে এখানে বদলি করা হইতো, তারা নীলগীরি, নিলাচল গিয়ে চিল করে ব্যাম্বু চিকেন খেয়ে ঘুরে বেড়াতো। এইটা কি শাস্তি নাকি? এখন ক্ষ্যাতা-বালিশ বেঁধে পঞ্চ সামলাতে সামলাতে লঞ্চের ইয়ে ধরে বরিশাল যাবে এইটাই ভালো শাস্তি।'

এছাড়া ডাক্তারের সাথে ঝামেলা করলেই বরিশাল বদলি হওয়া যায় এমন কুসংস্কার ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। যাদের বাড়ি বরিশাল কিন্তু পোস্টিং অন্য জেলায় তারা নিজ জেলায় পোস্টিং পেতে ডাক্তারদের পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছেন বলে আমাদের সূত্র জানিয়েছে।

৫৪৫ পঠিত ... ১২:০১, এপ্রিল ২৪, ২০২১

Top