ঈদের আমেজ মাত্রই শেষ হলো। কিন্তু আমেরিকান রাজনীতিতে এরই মধ্যে লেগে গেছে এক দমকা ‘টেসলা-শক’। টেক জগতের আলোচিত হিরো এলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি আর শুধু ভার্চুয়াল দুনিয়ায় সীমাবদ্ধ থাকবেন না। টুইটারে লাইক-কমেন্টের খেলা ছাড়িয়ে এবার তিনি যাচ্ছেন সরাসরি ফিজিক্যাল ফাইটে — রাজপথে নামছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
মাস্ক এক্সে (সাবেক টুইটার) লিখেছেন:
ডোনাল্ড আমাকে 'আনফলো' করেছে, এবার সময় এসেছে তাকে 'আনইনস্টল' করার!
তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো খবর হলো — তার আন্দোলন টিমে থাকছে বাংলাদেশি ‘এক্সপার্ট’ কর্মীদের একটি বিশেষ ইউনিট, যাদের প্রায় সবাই আসছেন কামরাঙ্গীরচরের এক বিখ্যাত টেম্পুস্ট্যান্ড থেকে। এই টিমের সদস্যরা টেম্পুস্ট্যান্ড দখল, পুলিশ দেখে লুকিয়ে স্লোগান দেওয়া, আর হঠাৎ গায়েব হয়ে যাওয়ার মতো কৌশলে অভ্যস্ত।
দলটির একজন গর্বিত সদস্য বলেন –
দেশীয় শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারছি — এইটাই আমাদের পরম প্রাপ্তি। মাস্ক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তবে একটা কথা বলি, আন্দোলন যদি সফল হয়, দ্রুত নির্বাচনের বিষয়টা একটু দেখে দিয়েন...
এদিকে, ট্রাম্পও চুপ থাকার পাত্র নন।
এক্সে তিনি মাস্ককে উদ্দেশ্য করে লিখেছেন:
I made you, bro. Don’t forget who gave you the White House WiFi password!
তারপর একধাপ এগিয়ে তিনি মাস্ককে উদ্দেশ্য করে ডিপজলের ‘আহো ভাতিজা আহো’ মিমটি পোস্ট করেন। এছাড়া আন্দোলন দমাতে ট্রাম্প নিজের দেশীয় 'সহমত ভাই'দেরও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এক সূত্রে জানা গেছে, তারা ইতিমধ্যে হেলমেট হাতুরি হাতে নিয়ে ‘মারো মাস্ক’ নামে একটি দেশীয় অ্যাপও ডাউনলোড দিয়ে রেখেছে।