রাজনীতির মাঠে প্রতিদিনই ঘটে নতুন চমক। কিন্তু এবারের ঘটনা যেন একেবারে সিনেমাটিক! কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনিত প্রার্থী ওয়াজ বক্তা আমির হামজার জন্য এবার নিজের সব ব্যস্ততা ফেলে সরাসরি ভোটার হতে চান ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।
দক্ষিণ ভারতের জনপ্রিয় এই তারকা জানিয়েছেন, আমির হামজার প্রতি তার ‘বিশেষ শ্রদ্ধা ও ব্যক্তিগত পছন্দ’ থেকেই তিনি তার হয়ে প্রচারণায় অংশ নিতে চান। এমনকি দরকার হলে বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করে কুষ্টিয়া-৩ আসনের ভোটার হিসেবেও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত। সাংবাদিকদের সামনে রাশমিকা বলেন, আমি অনেক বক্তার কথা শুনেছি, কিন্তু আমির হামজার মতো করে কেউ বলে না। তার কথায় একধরনের টান আছে, যেটা হৃদয়ে লেগে যায়। আমি বিশ্বাস করি, সে পারবে এই এলাকার মানুষের জন্য কিছু করতে।
তবে এখানেই শেষ নয়। রাশমিকা এখন বাংলা উচ্চারণ অনুশীলন করছেন, যেন প্রচারণায় গিয়ে ভুল না হয়। এমনকি তিনি ‘কুষ্টিয়া ৩ আসনের মাটি, হামজা ভাইয়ের ঘাঁটি’ লেখা টি-শার্টও অর্ডার দিয়েছেন। অন্যদিকে আমির হামজা পুরো বিষয়টিকে নিছকই একজন উৎসাহী ভোটারের আগ্রহ বলে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমি রাশমিকাকে চিনি, কিন্তু তিনি আমার কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ নন। আমার কিছু ওয়াজে আমি উনাকে নিয়ে কিছু কথা বলেছি এখন উনি যদি এতে আকৃষ্ট হয়ে আমাকে ভোট দিতে চান খারাপ তো কিছু দেখি না। তবে রাশমিকাকে বলতে চাই ভোট দিতে হলে দিনেই আসতে হবে, আওয়ামী আমলের মতো রাতে আসলে কিন্তু হবে না।’