ঢাকা, ১৩ মে: বিদ্যুৎ খাতের অতীত সফলতা এবং টুকরিতে কারেন্ট বিক্রির ঐতিহাসিক ঘোষণার পর এবার নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। কারাগারে থাকা অবস্থায়ই তিনি ঘোষণা দিয়েছেন, দেশের বিদ্যুতের যে এতই চাহিদা, ভাবলাম জেলের মধ্যেই ছোটখাটো একটা স্টার্টআপ শুরু করি!
জানা গেছে, কাশিমপুর মহিলা কারাগারে মমতাজ নিজ হাতে বাঁশের টুকরি বুনে প্রতি ইউনিট বিদ্যুৎকে ভাগ করে বিক্রির উদ্যোগ নিয়েছেন। তিনি দাবি করেছেন, এই উদ্যোগের নাম হবে ‘আমাদের অনেক কারেন্ট’।
কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রথমে আমরা ভেবেছিলাম মমতাজ ম্যাডাম হয়তো কারাগারে কেবল গান গেয়ে সময় কাটাবেন। কিন্তু উনি তো একেবারে দেশ গঠনে নেমে পড়েছেন। জেলে বসে টুকরি ভরে কারেন্ট দিচ্ছেন, সেটা আবার গায়ে মালিশ করে দিলে ব্যথাও সারে—এমন দাবি করছেন!
প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগে উৎসাহ জানিয়ে কারাগারের পেছনে একটি ‘লোডশেডিং এক্সিবিশন জোন’ তৈরির চিন্তা-ভাবনাও চলছে। সেখানে জনগণ এসে লাইনে দাঁড়িয়ে কারেন্টের টুকরি কিনতে পারবে, তবে অবশ্যই পূর্ব অনুমতি ও বৈধ ওয়ারেন্ট থাকা সাপেক্ষে।
মমতাজের আইনজীবী জানান, আমার মক্কেল কখনোই বিদ্যুৎ নিয়ে মিথ্যা বলেননি। উনি ভবিষ্যদ্বাণী করেছিলেন—আজ সেটা বাস্তবে রূপ নিচ্ছে। এখন শুধু ইনভার্টার ছাড়া বাঁচার ট্রেনিং দিতে পারলেই হবে।
এদিকে সাধারণ জনগণ এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ বলছেন, বিদ্যুৎ যদি টুকরিতে বিক্রি হয়, তাহলে বাসায় ঝালমুড়ি বানানো বন্ধ করে দিতে হবে।
অন্যদিকে এক বিদ্যুৎ বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দেশে যা হয়, সবই স্লো মোশন ট্রাজেডি। আগে বিদ্যুৎ ছিল, তারপর ঘোষণা এলো টুকরিতে বিক্রির; এখন সত্যি সত্যিই টুকরি আর বাত্তি হাতে নিয়ে রাস্তায় নামার সময় এসেছে।