বাংলাদেশ সফরে ট্রাম্প: মামুন-লায়লার যুদ্ধ থামানোর পরিকল্পনা

৮৮ পঠিত ... ১৬:৫৭, মে ১২, ২০২৫

12

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক অঘোষিত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়ে বিশ্বের ‘শান্তির দূত’ খেতাব পাওয়া ট্রাম্প এবার নজর দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আলোচিত এবং টিকটক-বিধ্বস্ত দ্বন্দ্ব—মামুন বনাম লায়লা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, I have ended many wars. But this one—this TikTok war—is the most complicated. More than North Korea.
তিনি আরও বলেন, Mamun and Layla must stop going live every Thursday night. It’s hurting the youth.  

ট্রাম্প মামুন-লায়লার মধ্যে এক নতুন চুক্তি প্রস্তাব করেছেন যার নাম ‘No Live Before’
চুক্তির আওতায় থাকবে:

  • এক মাসে ৩টির বেশি লাইভ নিষিদ্ধ
  • রিং লাইট ছাড়া ঝগড়া করলে জরিমানা
  • ভিউ পাওয়ার জন্য মিথ্যা ব্রেকআপ দিলে ৭ দিন টিকটক ব্যান
  •  

বিশ্ব শান্তি বিষয়ক জাতিসংঘ কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প যদি মামুন-লায়লার এই সমস্যা সমাধান করে শান্তি আনতে পারেন, তাহলে তাকে নোবেল নয়—টিকটকের 'ডায়মন্ড ব্যাজ' দেওয়া হবে।

রাজধানীর এক তরুণ বলেন, ভাই, আমাগো মেন্টাল হেলথ বাঁচাইয়া দিলো ট্রাম্প। প্রতিদিন সকাল হইলেই ভাবি আজকে কার কী নতুন নাটক দেখমু!

তবে এই বিষয় লায়লার কানে যাওয়ার পর খুব ভালো কিছু শোনা যায়নি। এক ভুয়া লাইভের মাধ্যমে লায়লা জানিয়েছেন, ট্রাম্প আমার আর মামুনের মাঝখানে আসলে আমি তার নামে ৫টা মামলা দিয়ে দেব।

 

৮৮ পঠিত ... ১৬:৫৭, মে ১২, ২০২৫

Top