প্রকাশিত হলো ৪৭তম বিসিএসের সার্কুলার, আসছে আবেদ আলী স্পেশাল প্রশ্নব্যাংক

৭০ পঠিত ... ১৭:১৫, নভেম্বর ৩০, ২০২৪

26 (3)

গতকাল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেছে ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলার। সার্কুলার অনুযায়ী আবেদন করার শেষ সময় ৩১ ডিসেম্বর। প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য মে, ২০২৫। অন্যান্য সব বারের মতো কিছু সংখ্যক পরীক্ষার্থীর পরম ভরসার জায়গা আবেদ আলী গং। বিসিএসের সার্কুলার দেবার পর থেকেই শুরু হয়েছে খোঁজাখুঁজি। কোথায় আছেন আবেদ আলী?

এখন নাম প্রকাশে অনিচ্ছুক ভুয়া সূত্র অনুযায়ী জানা গেছে, আবেদ আলী প্রশ্নব্যাংক তৈরির কাজে ব্যস্ত আছেন। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার আগের রাতে তিন সেট প্রশ্ন ব্যাংক সম্বলিত বই বের করবেন তিনি। তবে এই প্রশ্নব্যাংকের দাম আকাশ ছোঁয়া। একটি প্রশ্ন ব্যাংকের দাম এতো কেনো এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১০০% কমন পাইবেন। এই আবেদ আলী কথা দিলাম...

৪৭ বিসিএস পরীক্ষার্থীদের সাথে কথোপকথনের সময় দেখা যায় বিভিন্ন চিত্র। কেউ কেউ তোড়জোড়ে পড়া শুরু করেছেন আগে থেকেই। আবার কেউ কেউ আশায় আছেন প্রশ্নব্যাংকের।

সিয়াম নামের এক পরীক্ষার্থী বলেন, আমি জাস্ট এক্সামের আগের দিন প্রশ্নব্যাংক পড়ি। এসএসসি এইচএসসিও ভর্তি পরীক্ষায়ও এমনে পড়ছি। প্রত্যেকবারই আবেদ আলীর মতো কিছু অ্যাঞ্জেলের সন্ধান পাই। ভাগ্যিস, তারা ছিলেন! উনাদের জন্যই I'm just a chill guy...

৭০ পঠিত ... ১৭:১৫, নভেম্বর ৩০, ২০২৪

Top